ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

দুর্নীতি-লুটপাট বন্ধে ইসলামী অনুশাসনের বিকল্প নেই: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার
২৫ নভেম্বর ২০২২, শুক্রবার

দুর্নীতি-লুটপাট বন্ধে ইসলামী অনুশাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, দেশে ডলার সংকট ও খাদ্য পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ ক্রমেই বেড়ে চলেছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনসাধারণ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। এমতাবস্থায় চুরি, অপব্যবহার ও লুটপাট বন্ধ করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ইসলামী অনুশাসনের কোনো বিকল্প নেই। গতকাল পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনুছ আহমাদ বলেন, আমাদের সবার ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। ইসলাম ছাড়া গতানুগতিকভাবে কেবল ক্ষমতার হাত বদলে জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। লুটেরাদের বর্জন করতে হবে। স্বাধীনতার দীর্ঘ ৫১ বছরে যারা দেশকে দুর্নীতিগ্রস্ত করে নিজেদের আখের গুছিয়েছে তাদের সবাইকে বর্জন করতে হবে। দেশপ্রেমিক, আল্লাহ ভীরু সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status