ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

কেশবপুরে চলাচলের রাস্তায় বেড়া, অবরুদ্ধ ১০ পরিবার

কেশবপুর (যশোর) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, শুক্রবার

কেশবপুর পৌর শহরের ভ্রম্যকাটি এলাকায় চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে ১০টি পরিবার। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ভ্রম্যকাটি এলাকায় এ ঘটনা ঘটে। চলাচলের বিকল্প রাস্তা না থাকায় জমির মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে অবরুদ্ধ ১০ পরিবারের সদস্যদের। ভুক্তভোগী সাধন দেবনাথ জানান, দীপক হালদার তার সামনের পজিশন জমির পাশ উল্লেখ করে রাস্তার জায়গা রেখে ৭ শতক জমি কার্তিক দেবনাথের নিকট বিক্রি করে দেন। দীর্ঘ ২৩ বছর ধরে ওই রাস্তা দিয়ে ১০ টি পরিবারের সদস্যরা যাতায়াত করছে। সম্প্রতি ওই রাস্তায় ইট বসানো নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ৭ শতক জমি ক্রয় করে বর্তমানে রাস্তাসহ সাড়ে ৭ শতক জমি দাবি করছে কার্তিক দেবনাথ। এ কারণে জমির প্রকৃত মালিক দীপক হালদার গত শুক্রবার স্থানীয় আমিন দিয়ে মেপে রাস্তার জমি বের করে দেয়। মঙ্গলবার সকালে স্থানীয় কাউন্সিলর আব্দুল হালিমের ইন্ধনে কার্তিক দেবনাথ একদল ব্যক্তিদের নিয়ে জোরপূর্ববকভাবে যাতায়াতের ওই রাস্তাটি বাশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন
এতে বন্ধ হয়ে যায় সাধন দেবনাথসহ ১০ পরিবারের চলাচলের রাস্তা।  তিনি আরও জানান, বেড়া দেয়ার কারণ জানতে চাইলে কার্তিক দেবনাথ  ও তার ছেলে উজ্জ্বল দেবনাথ লাঠিসোঁটা নিয়ে তাদেরকে তাড়া করে।  ভুক্তভোগী সাধন দেবনাথ জানান, রতন দেবনাথ, শ্যামল দেবনাথ, অমল দেবনাথ, সুজল দেবনাথ, বাসু দেবনাথ, দেবব্রত বিশ্বাস, সুকুমার দেবনাথসহ ১০ পরিবারের চলাচলের রাস্তায় বেড়া দেয়ায় খুবই সমস্যায় পড়েছি। অবরুদ্ধ এইচএসসি পরীক্ষার্থী রবি দেবনাথ বলেন, রাস্তা বন্ধ হওয়ায় লেখাপড়া বন্ধ হয়ে পড়েছে। ঠিকমতো লেখাপড়া করতে না পারায় ভালোভাবে পরীক্ষা হবে কিনা সেটা নিয়ে চিন্তিত। অভিযুক্ত কার্তিক দেবনাথ বলেন, ওই জমিতে তারা চলাচল করলেও জায়গাটি আমাদের। আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি। পৌর কাউন্সিলর আবদুুল হালিম বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষ বসে সমাধানের চেষ্টা করা হয়েছে। এক পক্ষ মানেনি। কার্তিক তার জমি দখল করে বেড়া দিয়েছে শুনেছি। দখলের ঘটনার সঙ্গে  আমার কোনো সম্পৃক্ততা নেই।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status