ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

গাইবান্ধা নির্বাচনের তদন্ত প্রতিবেদন

হঠকারী সিদ্ধান্ত নেবেন না সিইসি

স্টাফ রিপোর্টার
২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের তদন্ত প্রতিবেদনের বিষয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নতুন করে নির্বাচন হবে কিনা, তা নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এ প্রতিবেদন সম্পর্কে জানতে সাংবাদিকদের আরও অপেক্ষার পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল নির্বাচন ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। এদিকে গত ১২ই অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের সবগুলো কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দিয়ে ঢাকার নির্বাচন ভবন থেকে মনিটরিং করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। অনিয়ম ধরা পড়লে ভোট গ্রহণের চার ঘণ্টার মাথায় ১৪৫টি কেন্দ্রের মধ্যে ৫১টিতে ভোটদান বন্ধ ঘোষণা করা হয়। পরে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগেই ভোট বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট বন্ধের ঘোষণার পর রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়ে বর্তমান কমিশন। এর মধ্যেই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি করে ইসি। সেই কমিটি ১০ দিনে ৫১টি কেন্দ্রের প্রতিবেদন জমা দেয়।

বিজ্ঞাপন
সেসব কেন্দ্রের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে বাকি ৯৪টির বিষয়ে নতুন করে তদন্তের নির্দেশ দেয় আউয়াল কমিশন। বর্তমানে ১৪৫টি ভোটকেন্দ্রের তদন্ত প্রতিবেদন সিইসি সহ কমিশনারের কাছেই আছে। প্রতিবেদন হাতে আসার মধ্যেই গত ১৮ই নভেম্বর নির্বাচন পর্যবেক্ষণে পাঁচ দিনের সফরে নেপালে যান সিইসি। ২২শে নভেম্বর দেশে ফিরেন তিনি। সিইসি বুধবার অফিসে এসে সব কমিশনারের সঙ্গে আলাপ করেন। দুপুর ২টার দিকে কক্ষত্যাগ করার সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে জরুরি কাজ আছে জানিয়ে কথা বলতে রাজি হননি তিনি। পরে লিফটে ওঠার আগ মুহূর্তে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের প্রতিবেদন নিয়ে জানতে চাইলে সিইসি বলেন, এটা নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবো না। আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। নতুন করে ভোট হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, কিছু বলবো না। কবে নাগাদ প্রতিবেদন প্রকাশ হবে জানতে চাইলে তিনি বলেন, ওয়েট করেন আপনারা, একটু ওয়েট করেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status