ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন, ওসি’র অপসারণ দাবি

ফেনী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

ফেনীর সাংবাদিক  ইউসুফ  আলীকে কোমরে রশি বেঁধে হাতকড়া পরিয়ে আদালতে প্রেরণ করে হেনস্তার প্রতিবাদে জেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতারা হেনস্তার জোরালো প্রতিবাদ ও নিন্দা জানান।  বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শাহজালাল রতন, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আব্দুর রহিম, আজাদ মালদার, মোহাম্মদ শাহাদাত হোসেন, নাজমুল হক শামীম, রিপনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।  বক্তারা বলেন, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম জেনে বুঝে সাংবাদিককে হেনস্তা করেছে। বড় ধরনের কোনো অপরাধ না করার পরও সাংবাদিক ইউসুফকে কোমরে রশি বেঁধে আদালতে তুলে পুরো সাংবাদিক সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে পুলিশ। অবিলম্বে ওসি হাসান ইমামকে থানা থেকে প্রত্যাহার করার দাবি জানান বক্তারা।   সাংবাদিক ইউসুফ আলী জামিন পেয়ে গণমাধ্যমকে জানান, ‘২০১৯ সালের আলোচিত নুসরাত হত্যাকাণ্ডের কর্তব্যে অবহেলার দায়ে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের রোষানলের শিকার হয়েছে। ওই সময়ে গণমাধ্যমে জাহাঙ্গীর আলম ব্যাপক সমালোচিত হয়ে ফেনী থেকে প্রত্যাহার হয়ে পুলিশ সদর দপ্তরে অদ্যাবধি সংযুক্ত রয়েছেন। এসপি ফেনী থেকে যাওয়ার আগে জেদ মেটাতে আমিসহ জেলায় কর্মরত চারজন সাংবাদিককে জেলার বিভিন্ন থানায় বেশকিছু মামলার চার্জশিটে যুক্ত করে দেন। ওইসব মামলার এজাহারে আমাদের কারোই নাম ছিল না।

বিজ্ঞাপন
পরবর্তীতে সবক’টি মামলায় আমরা জামিন লাভ করে আদালতে হাজিরা দিয়ে আসছিলাম।  ছাগলনাইয়া থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ভুলক্রমে হাজিরা দিতে না পারায় আমিসহ আমার সহকর্মীদের জামিন বাতিল করে আদালত। পরে আমাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পুলিশ গত সোমবার রাত দেড়টার দিকে আমাকে ঘুম থেকে তুলে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গত মঙ্গলবার দুপুরে দাগনভূঞা থানা পুলিশ আমাকে কোমরে রশি বেঁধে আদালতে প্রেরণ করে। এ সময় আদালতে বিচারক না থাকায় আমার জামিন শুনানি না হওয়ায় আদালত থেকে আমাকে কারাগারে প্রেরণ করা হয়। আদালত পুলিশের পরিদর্শক গোলাম জিলানি বলেন, সাংবাদিক ইউসুফ আলীকে গতকাল সকালে কারাগার থেকে আদালতে তোলা হলে আদালত শুনানি শেষে দুপুরে তার জামিন মঞ্জুর করেন। বিকালে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেছে। দীর্ঘ দুই দশক ধরে সাংবাদিকতা পেশায় জড়িত থাকা এসএম ইউসুফ আলী বর্তমান সময়ে ‘দৈনিক অধিকার’ পত্রিকায় ফেনী ব্যুরো চিফ ও অনলাইন নিউজ পোর্টাল ‘ফেনী রিপোর্ট’ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে জানতে চাইলে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম বলেন, বিষয়টি তার অগোচরে হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়মানুযায়ী গ্রেপ্তার করে সাংবাদিককে আদালতে পাঠিয়েছে বলেও তিনি জানান।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status