ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

কিশোরগঞ্জে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

কিশোরগঞ্জে মাদক মামলায় আব্দুল মালেক (৩৩) ও মোখলেছুর রহমান (২৭) নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।  গতকাল বিকালে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এই রায় দেন। রায় ঘোষণার সময় মোখলেছুর রহমান উপস্থিত থাকলেও আব্দুল মালেক পলাতক ছিল। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দুই আসামির মধ্যে আব্দুল মালেক মৌলভীবাজারের জুড়ি উপজেলার দক্ষিণ জাংগিরাইয়ের আব্দুল আজিজের ছেলে এবং মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগরের আক্তার হোসেনের ছেলে। জানা গেছে, ২০১৭ সালের ৩০শে আগস্ট সন্ধ্যায় আখাউড়া সীমান্ত এলাকা থেকে একটি ফেনসিডিলের চালান ঢাকায় পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকেই ভৈরবের দুর্জয় মোড়সহ বেশ কয়েকটি এলাকায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা নজরদারি বাড়ান।  পরদিন সকালে খাঁটিহাতা এলাকায় একটি প্রাইভেটকারকে অনুসরণ করেন র‌্যাব সদস্যরা। এরপর ভৈরবের দুর্জয় মোড়ে প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করে পেছনের ডালার ভেতর থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং প্রাইভেটকারে থাকা দুই মাদক ব্যবসায়ী আব্দুল মালেক ও মোখলেছুর রহমানকে আটক করা হয়। ওইদিন রাতেই র‌্যাবের এস আই সেলিম সরদার বাদী হয়ে ভৈরব থানায় আব্দুল মালেক ও মোখলেছুর রহমানকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরদিন আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন
মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার তৎকালীন এস আই মাজহারুল ইসলাম তদন্ত করে ২০১৭ সালের ২২শে ডিসেম্বর দু’জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে জামিনে বের হয়ে আব্দুল মালেক পালিয়ে যায়। দীর্ঘ সাক্ষ্য-জেরা শেষে আদালতের বিচারক গতকাল রায় ঘোষণা করেন।  

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status