ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বল হাতেও ‘পাস’ সাকিব

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৬ মে ২০২২, সোমবার
mzamin

ম্যাচের ৩৫তম ওভারে অধিনায়ক বল তুলে দিলেন সাকিব আল হাসানের হাতে। মাঠে আসা শ’খানেক দর্শকের মাঝে যেন স্বস্তি ফিরে আসে। শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ তার প্রথম ওভারের প্রথম বলে নেন এক রান। এদিন সাকিব ১৯ ওভার বল করেছেন। খরচ করেছেন ২৭ রান। নিয়েছেন  এক উইকেট। হ্যাঁ, বলার অপেক্ষা রাখে না বল হাতেও পেয়েছেন ‘পাস মার্ক’। করোনামুক্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন মাত্র ৩০ মিনিট ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন। তাতেই টিম ম্যানজম্যান্ট,  কোচ  ও অধিনায়ক তাকে শতভাগ ফিট ধরে নিয়েই একাদশে রাখার কথা নিশ্চিত করে। তবে তিনি বল হাতে কতটা ফিট এ নিয়ে প্রশ্ন, দ্বিধাদ্বন্দ কিছুটা হলেও ছিল ক্রিকেট বোদ্ধা আর ভক্তকূলের মনে।

বিজ্ঞাপন
তবে চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে বল হাতে তাকে মনে হয়নি এত বড় ধকল নিয়ে মাঠে ফিরেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক বলেন, ‘আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। ও (সাকিব) খেলতে চাইলেও আমরা চেয়েছিলাম বিশ্রাম নিক। কারণ, করোনার ধাক্কা সহজ নয়। মানুষকে দারুণভাবে দুর্বল করে দেয়। তবে সাকিব বল হাতে প্রমাণ করেছেন তিনি ভীষণ শক্ত মানসিকতার একজন। তার কাছে আমরাই নয় সবাই এমনটাই আশা করে। তাকে নিয়ে আমরাও খুব চিন্তায় ছিলাম।’
টেস্ট ম্যাচ, তাই খুব বেশি দর্শক হবে এমন আশা করা অমূলক। তবুও বাংলাদেশের ক্রিকেটপাগল দর্শকদের মাঠে আসা আটকে রাখা কঠিন। তবে গেল দুই বছরের করোনার আঘাতে ক্রিকেটের স্বাভাবিক পরিবেশ অনেকটাই বদলে গেছে। তার ওপর লম্বা ঈদের ছুটি কাটিয়ে এখন কাজে ব্যস্ত নগরী। যে কারণে মাঠে সাধারণ সময়ের তুলনায় দর্শক কম। আর যারা এসেছেন তাদের চোখ ছিল সাকিব আল হাসানের দিকে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসা সংবাদকর্মীদের ক্যামেরার কাচের চোখগুলোও আটকে ছিল এই অলরাউন্ডারের ওপর। হ্যাঁ, অনেক নাটকীয়তার পর করোনামুক্ত হয়েই শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। তবে ম্যাচের দিন সকাল পর্যন্ত তার খেলা না খেলা ছিল অনেকটাই অনিশ্চতায়। শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে তিনি মাঠে নামেন। টসে হেরে বোলিং করতে নামে টাইগাররা। এবার অপেক্ষা কখন বল হাতে হাতে তুলে নিবেন এই অলরাউন্ডার।  
সাকিব যখন বল হাতে পান তখন শ্রীলঙ্কার স্কোর ছিল ১২৮ রান ২ উইকেট হারিয়ে। তবে বলার অপেক্ষা রাখে না অনেক ধীরগতিতে হলেও লঙ্কানরা প্রথম ইনিংসে এগিয়ে যাচ্ছিল দৃঢ়ভাবে। দলীয় ১৫৮ রানে তৃতীয় উইকেট পতন হয়। ফিফটি হাঁকানো কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। চা-বিরতির পর ফের বল হাতে নিয়েই সাফল্য পেলেন সাকিব। চমৎকার এক ডেলিভারিতে বিদায় করেন ধনাঞ্জয়া ডি সিলভাকে। সাকিবের করা বল তার ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে ক্যাচ যায় প্রথম স্লিপের দিকে। সামনের দিকে এগিয়ে ঝাঁপিয়ে মুঠোয় নেন জয়।

আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন মুমিনুল হক। দুটি ব্যর্থ রিভিউয়ের পর আসে সাফল্য। টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান আম্পায়ার। ২৭ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন ধনাঞ্জয়া।
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status