ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘আইপিএলে দল বাড়লে বাংলাদেশ থেকে সুযোগও বাড়বে’

স্পোর্টস রিপোর্টার
১৬ মে ২০২২, সোমবার
mzamin

উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে (মেয়েদের আইপিএল) অংশ নিতে আজ দেশ ছাড়ছেন সালমা খাতুন ও শারমিন আখতার সুপ্তা। আসরের বর্তমান চ্যাম্পিয়ন দল ট্রেইলব্লেজার্সের হয়ে মাঠ মাতাবেন তারা। স্পিন অলরাউন্ডার সালমা গতবার ট্রেইলব্লেজার্সে ছিলেন। ওপেনার শারমিন আখতার সুপ্তা এবারই প্রথম খেলতে যাচ্ছেন এ আসরে। গতবার ভেলোসিটি দলে ছিলেন আরেক বাংলাদেশি তারকা জাহানারা আলম। তবে ডানহাতি এ পেসারের প্রতি এবার আগ্রহ দেখায়নি কোনো দল। ট্রেইলব্লেজার্স, সুপারনোভা ও ভোলোসিটি- এ তিন দল নিয়ে ২৩ থেকে ২৮শে মে ভারতের পুনেতে অনুষ্ঠিত হবে নারী আইপিএলের চতুর্থ আসর। গতবার করোনার কারণে টুর্নামেন্টটি আয়োজন করা যায়নি। 
আরব আমিরাতে ২০২০ সালে অনুষ্ঠিত সর্বশেষ আসরে সুপারনোভাকে ১৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সালমার ট্রেইলব্লেজার্স। ফাইনালে ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন সালমা। গতকাল দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘কাল (আজ) দুপুর আড়াইটায় ফ্লাইট।

বিজ্ঞাপন
শেষবার ভালো করেছিলাম। এবারও ভালো করার লক্ষ্য থাকবে। দেশের মুখ যেন উজ্জ্বল করতে পারি।’ 
দল কম থাকায় আইপিএলে বাংলাদেশের নারী ক্রিকেটারদের সুযোগ পাওয়া কঠিন। ২০১৮তে প্রথম আসরে দলই ছিল দুটি। বাংলাদেশ থেকে চান্স হয়নি কারোর। পরের বছর ভেলোসিটিতে ডাক পান জাহানারা। ২০২০’র আসরে তার সঙ্গে খেলতে যান সালমা। আসন্ন আসরেও থাকছেন দু’জন। সালমা মনে করেন, টুর্নামেন্টে দলের সংখ্যা বাড়ালে বাংলাদেশ থেকে আরও ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। তিনি বলেন, ‘আইপিএলে সাধারণত কম সুযোগ পাই আমরা। আসলে আমাদের টিমই তিনটা। দেশের অনেক প্লেয়ারের সামর্থ্য থাকলেও সীমাবদ্ধতার কারণে সুযোগটা কম।’
তবে ছেলেদের তুলানায় নিজেদের ভাগ্যবান মনে করতেই পারেন সালমারা। এবার ফ্র্যাঞ্চাইজি সংখ্যা বাড়িয়ে ১০টি করা হলেও মোস্তাফিজুর রহমান ছাড়া আর কেউ সুযোগ পাননি বাংলাদেশ থেকে। সালমা বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা ডাক পেয়েছি। আমরা সৌভাগ্যবান। প্রথমে জাহানারা, এরপর দু’জন একসঙ্গে। এখন সুপ্তাও চান্স পেলো। ছেলেদের মতো যদি ৬-৭ টা টিম থাকতো তাহলে বাংলাদেশ থেকে আরও খেলোয়াড়ের সুযোগ হতো।’
উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ভারতীয়দের প্রাধান্য বেশি। গতবার বিদেশিদের মধ্যে সালমা, জাহানারার সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, বার্বাডোজের শাকিরা সেলমান ও ডেন্ড্রা ডটিন, দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকা ও সুনে লুস, ইংল্যান্ডের সোফি একলেস্টোন ও ড্যানি ইয়াট এবং থাইল্যান্ডের নাথাকান চান্তাম। সালমা বলেন, ‘বিশ্বের সেরা পারফর্মাররা আইপিএলে আসছে। আমরা ভালো করছি বিধায়ই ডাক পেয়েছি। এটা দেশের নারী ক্রিকেটের একটা গুড সাইড।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status