ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

সৌদি আরবের ৯ খেলোয়াড় আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলা কোচের ছাত্র

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২৩ নভেম্বর ২০২২, বুধবার, ১:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৪ অপরাহ্ন

mzamin

অঘটনে শুরু হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ। প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে সৌদি আরবের কাছে হেরে গেছে লিওনেল স্কালোনির দল। আলবিসেলেস্তেদের হারানো সেই গ্রিন স্কোয়াডের ৯ খেলোয়াড়ই এক আর্জেন্টাইন কোচের শিষ্য।

মঙ্গলবার আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে সৌদি আরব। দলটির শুরুর একাদশের ৯ খেলোয়াড়ই সৌদির আল-হিলাল এফসির সদস্য। যে ক্লাবের প্রধান কোচের দায়িত্বে আছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলা ফুটবলার র‌্যামন দিয়াজ।

আর্জেন্টিনার একের পর এক আক্রমণ ঠেকিয়ে অ্যারাবিয়ান হিরো বনে গেছেন গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। তিনি র‌্যামন দিয়াজের আল-হিলাল ক্লাবের খেলোয়াড়। এছাড়া দুই গোল করা সালিম আল দাওসারিম এবং সালেহ আল-শেহরিও হিলালে খেলেন। এছাড়া সৌদ আব্দুল হামিদ, আলি আল-বুলাইয়াহ, ইয়াসির আল-শাহরানি, ফিরান আল-বুুরাইকান, আব্দুল্লাহ আল-মালকি, মোহাম্মদ কানো এবং অধিনায়ক সালমান আল ফারাজ- সকলেই আল হিলালের খেলোয়াড়।

আর্জেন্টিনার হয়ে ১৯৮২ বিশ্বকাপ খেলেছেন র‌্যামন দিয়াজ। ৪ ম্যাচ খেলে ১ গোল করেন ফরোয়ার্ডে খেলা দিয়াজ। আন্তর্জাতিক ফুটবল ১৯৭৯ থেকে ১৯৮২ সালের মধ্যে ২২ ম্যাচে ১০ গোল করেন তিনি।

বিজ্ঞাপন
রিভার প্লেটের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন দিয়া। এরপর নাপোলি, ফিওরেন্তিনা, ইন্টার মিলান, মোনাকোর মতো খ্যাতনামা দলে খেলেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে ৪৯৯ ম্যাচে ২১৫ গোল করেছেন দিয়াজ।

১৯৯৫ সালে রিভার প্লেটের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন র‌্যামন দিয়াজ। ২০১৪-২০১৬ সালে প্যারাগুয়ে জাতীয় দলের ডাগআউট সামলেছেন তিনি। ২০১৬-২০১৮ পর্যন্ত প্রথম দফায় আল-হিলাল এফসির দায়িত্ব পান দিয়াজ। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় সৌদির ক্লাবটিতে কোচ হয়ে আসেন তিনি।
 

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status