ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

মানের পেনাল্টি মিসের ৫০% দায় ক্লপের!

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২২, সোমবার

ফুটবল ম্যাচে (টাইব্রেকার ছাড়া) ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ক্যারিয়ারে ১২টি পেনাল্টি নিয়েছেন সাদিও মানে। এর মধ্যে ৫টিই তিনি মিস করেছেন। মানের পেনাল্টি মিসের হার প্রায় ৪২ শতাংশ। শনিবার এফএ কাপের ফাইনালে চেলসির বিপক্ষে টাইব্রেকারে গড়ানো ম্যাচে পঞ্চম কিকটি নেন মানে। যথারীতি তিনি গোল করতে ব্যর্থ হন। কিকটি তিনি নেন চেলসি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি যে দিকটায় শক্তিশালী, সেই বাঁ দিকে। একদম নাগালের মধ্যে খুবই দুর্বল শট। সেনেগাল দলের সতীর্থ মানের শট ঠেকাতে তাই মোটেই কষ্ট হয়নি মেন্দির। আর মানের এই পেনাল্টি মিসের ৫০ শতাংশ দায় নিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। পেনাল্টি নেয়ায় মানে একটু ‘দুর্বল’ বলেই হয়তো টাইব্রেকার শুরুর আগে তাকে কিছু পরামর্শ দিয়েছিলেন ক্লপ।

বিজ্ঞাপন
সেই পরামর্শ অনুযায়ী শট নিতে গিয়েই ব্যর্থ মানে! এ কারণেই কিছুটা দায় নিজের কাঁধে নিচ্ছেন লিভারপুল কোচ। মানের পেনাল্টি মিস নিয়ে ক্লপ বলেন, সাদিওর পেনাল্টি মিসের ৫০ শতাংশ দায় নিশ্চিত করেই আমার। কারণ, ছেলেদের তাদের মতো করে কাজগুলো করতে দেয়া উচিত। কিন্তু আমি তাকে বলেছিলাম, গোলকিপার তোমাকে খুব ভালো করে চেনে ও জানে। তাই ভিন্ন কিছু করার চেষ্টা করো। মানে হয়তো শটটি মেন্দির ‘দুর্বল’ দিক ডানেই নিতেন। কিন্তু ভিন্ন কিছু করতে গিয়ে সেটি তিনি নিয়েছেন মেন্দির বাঁ দিকে। এ ঘটনা থেকে একটা উপলব্ধিও হয়েছে ক্লপের। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার জীবনে মাঝেমধ্যে মনে হয়েছে, চুপ করে থাকাটাই ভালো!’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status