ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

‘বৃহত্তর হাঙ্গেরি’র মানচিত্র সম্বলিত স্কার্ফ পরলেন প্রধানমন্ত্রী ভিক্টর, ইউক্রেনের ক্ষোভ

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৩ নভেম্বর ২০২২, বুধবার, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৬ অপরাহ্ন

mzamin

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সম্প্রতি একটি স্কার্ফ পরেন যাতে গ্রেটার হাঙ্গেরির মানচিত্র আঁকা রয়েছে। ওই স্কার্ফ পরেই ওরবান তার দেশের ফুটবলারদের সঙ্গে দেখা করছেন এমন একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন তিনি। এরপরই এ নিয়ে চটেছে প্রতিবেশি ইউক্রেন ও রোমানিয়া। কারণ ওই মানচিত্রে ওই দুই দেশকে হাঙ্গেরির অংশ হিসেবে দেখানো হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, সাবেক গ্রেটার হাঙ্গেরি ছিল মূলত প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে। তবে যুদ্ধে অস্ট্রিয়া-হাঙ্গেরির পরাজয়ের পর এসব অঞ্চল হারায় দেশটি। কিন্তু এতদিন বাদে আবারও নিজেদের সেই পূর্ববর্তী মানচিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী ভিক্টর। এ নিয়ে ক্ষোভ দেখিয়েছে রোমানিয়া ও ইউক্রেন। তারা বুখারেস্টে অবস্থিত হাঙ্গেরির রাষ্ট্রদূতের মাধ্যমে একটি প্রতিবাদ বার্তা পাঠিয়েছেন। 

এদিকে ইউক্রেনের তরফ থেকেও এর নিন্দা জানানো হয়েছে। দেশটি হাঙ্গেরির কাছে আনুষ্ঠানিক ক্ষমা দাবি করেছে।

বিজ্ঞাপন
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো জানিয়েছেন, ভিক্টোর ওরবানের আচরণের অগ্রহণযোগ্যতা বুঝাতে হাঙ্গেরির রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। এ ধরণের আচরণ ইউক্রেন-হাঙ্গেরি সম্পর্ককে হুমকিতে ফেলবে। ইউরোপীয় রাজনীতির সঙ্গে এ ধরণের আচরণ যায় না। 

উল্লেখ্য, রোমানিয়াতে প্রায় ১২ লাখ হাঙ্গেরীয় বসবাস করে। অপরদিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলেও প্রায় দেড় লাখ হাঙ্গেরীয় রয়েছে। ওরবান এর আগেও বিদেশে থাকা এই হাঙ্গেরীয়দের নিজের দেশের মানুষ বলে আখ্যায়িত করেছেন।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status