ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

১০ই ডিসেম্বরের সমাবেশ প্রতিরোধ করার ক্ষমতা সরকারের নেই: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার
২৩ নভেম্বর ২০২২, বুধবার

আগামী ১০ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এই সমাবেশকে সামনে রেখে সরকার যতই হুমকি-ধামকি দিক না কেন, সমাবেশ প্রতিরোধ করার ক্ষমতা তাদের নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, যেকোনো মূল্যে এ সমাবেশ হবেই। সরকারের অনুমতির অপেক্ষায় জনগণ নেই, সমাবেশ বিএনপি করবেই। ১০ তারিখে কী হবে? তা ১০ তারিখে জানিয়ে দেবো যে, আওয়ামী লীগ সরকারকে কীভাবে তাড়াবো। সেদিন বলে দেবো, আমরা কী কী করবো। যাই করবো জানিয়ে করা হবে, না জানিয়ে কোনো কিছু করা হবে না।  মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, একদিকে আপনারা ১০ তারিখের সমাবেশ করার অনুমতি দেন না।

 আবার পুলিশ বলে লাঠিসোটা নিয়ে মিছিল আসতে পারবে না। আপনারা কাঠের বন্দুক থানায় রেখে আসেন।

বিজ্ঞাপন
আওয়ামী লীগ অলিতে-গলিতে রামদা ও কুড়াল নিয়ে মিছিল করে। বাধা দিতে আসলে সেগুলো রেখে আসেন। আসেন খালি হাতে যুদ্ধ করি। একদিকে আওয়ামী লীগ রামদা-কুড়াল নিয়ে আসবে, আরেকদিকে পুলিশ বন্দুক নিয়ে, আমাদের কী বাঁচার অধিকার নেই? সংবিধানে আমার বাঁচার অধিকার আছে। আমার বাঁচার জন্য আমার তো কিছু করতেই হবে। হেফাজতে ইসলামের প্রতি আন্দোলনের আহ্বান জানিয়ে  গয়েশ্বর বলেন, আপনারা আপনাদের মতো মাঠে নামেন।

 দেশটা আমাদের সকলকে মিলেই রক্ষা করতে হবে। আমার অনেক সহকর্মী এবং হাজার মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা। তাই সকলে মিলে এ দেশটাকে ফ্যাসিবাদী স্বৈরশাসকের হাত থেকে রক্ষা করতে হবে। আমরা যেমন বাংলাদেশ দেখতে চেয়েছি তেমন বাংলাদেশ গড়বো। তাই হঠাও হাসিনা, বাঁচাও বাংলাদেশ। আয়োজক সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status