ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

কুমিল্লা কারাগারে রেদোয়ান অসুস্থ ঢাকায় প্রেরণ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
১৬ মে ২০২২, সোমবার

কুমিল্লায় এলডিপি মহাসচিব সাবেক এমপি ড. রেদোয়ান আহমেদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে কুমিল্লা কারাগার থেকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিকভাবে পর্যবেক্ষণ শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তির জন্য শনিবার রাতে তাকে প্রেরণ করা হয় বলে কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান। গত ৯ই মে কুমিল্লার চান্দিনায় দুইজন ছাএলীগ কর্মীকে হত্যাচেষ্টার মামলায় সেদিন থেকে কারাগারে ছিলেন সাবেক সংসদ সদস্য ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার শাহজাহান আহমেদ  বলেন, গত শনিবার সকাল থেকে রেদোয়ান আহমেদ কিছুটা অসুস্থ বোধ করেন। বিকালের দিকে বুকে ব্যথার কথা বললে সিভিল সার্জনের সঙ্গে পরামর্শ করে একজন মেডিসিন বিশেষজ্ঞ কারাগারে আনা হয়। ওই চিকিৎসক পর্যবেক্ষণ শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে স্থানান্তর করার পরামর্শ দেন। সেখানে চিকিৎসকরা তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে নেয়ার পরামর্শ দিয়েছেন। কারাবিধি মেনে রেদোয়ানকে পুলিশ পাহারায় এম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয় বলে তিনি জানান। গত ৯ই মে চান্দিনায় ‘রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাসে’ এলডিপি ও ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন
সেখানে রেদোয়ানের গাড়িতে তরমুজের টুকরো ও ঢিল ছোড়া হয়। অভিযোগ উঠেছে- রেদোয়ান আহমেদের ছোড়া গুলিতে চান্দিনা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান সরকার জনি (২২) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী নাজমুল হোসেন নাঈম (২৮) গুলিবিদ্ধ হন। সেখানে ধাওয়া খেয়ে রেদোয়ান চান্দিনা থানায় আশ্রয় নিলে পুলিশ আটক করে।
একইদিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আখলাকুর রহমান বাদী হয়ে ড. রেদোয়ান আহমেদ ও তার গাড়িচালকসহ ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে ওইদিন রাতে ড. রেদোয়ান আহমেদ, তার গাড়িচালক ও অপর দুই দলীয় নেতাসহ কারাগারে পাঠানো হয়।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status