ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত

প্রশিক্ষিত স্পাইন সার্জন তৈরির বিকল্প নেই

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১৫ মে ২০২২, রবিবার, ৬:৪১ অপরাহ্ন

mzamin

দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন। ফলে পক্ষাঘাতগ্রস্ততা চিকিৎসায় সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, নগরায়নের কারণে দুর্ঘটনা বাড়ছে এবং আরও বাড়বে। তাই বাংলাদেশের মত এত জনবহুল রাষ্ট্রে দক্ষ, প্রশিক্ষিত স্পাইন সার্জন তৈরির বিকল্প নেই। 
আজ রোববার রাজধানীর কল্যাণপুরস্থ বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালের উদ্যোগে আয়োজিত বাংলাদেশে সার্জনদের জন্য থোরাকো-লাম্বার স্পাইনের অস্ত্রপাচার সম্পর্কিত এক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন। কর্মশালার সমন্বায়ক ছিলেন স্বনামধন্য স্পাইন সার্জন অধ্যাপক ডা. মো. শাহ্ আলম। তার তত্ত্বাবধানে ২ দিন ঢাকায় লাইভ সার্জারীর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান ও সার্টিফিকেট প্রদান করা হয়। বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুসাররাত হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর সাবেক পরিচালক ও বাংলাদেশ স্পাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আওয়াল রিজভী, বিশেষ অতিথি ছিলেন নিটোর-এর পরিচালক এবং বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির(বিওএস) সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লা, নিটোরের একাডেমিক পরিচালক অধ্যাপক ডা. মো. মোনায়েম হোসেন, বিওএস এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. ওয়াহিদুর রহমান, বাংলাদেশ স্পাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আওয়াল রিজভী বলেন, বিকলাঙ্গতা চিকিৎসায় সার্জনদের দক্ষতা অর্জনের বিকল্প নেই। 

'বেসিক টেকনিকস অব থোরাকো-লাম্বার স্পাইন ফিক্সেসন' শীর্ষক এই কর্মশালার কোর্স সমন্বায়ক অধ্যাপক ডা. মো. শাহ আলম অনুষ্ঠানে বলেন, ২দিনের কর্মশালা বাংলাদেশের স্পাইন সার্জনদের জন্য খুবই কার্যকর হয়েছে, যা তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। তিনি বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় যেভাবে পক্ষাঘাতগ্রস্ত রোগী বাড়ছে সেটা আশঙ্কাজনক। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোকেও সেবা ও দক্ষতা বাড়াতে হবে। নাহলে এতো সংখ্যক রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব হবে না। 

অধ্যাক ডা. মো. আব্দুল গনি বলেন, গত ঈদে প্রায় ৬০০ বাইক এক্সিডেন্ট কেইস এসেছে শুধু নিটোরে।

বিজ্ঞাপন
যার মধ্যে মৃত্যু হার আশঙ্কাজনক। যার মধ্যে স্পাইনাল ইনজুরি ৫ থেকে ৬ শতাংশ।  তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোর পক্ষে সবাইকে চিকিৎসা সেবা দেয়া কঠিন। বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসতে হবে। 

সভায় বক্তারা আরও বলেন, দেশে দিন দিন বাড়ছে মেরুদন্ডের বিভিন্ন রোগ। এর মধ্যে মেরুদ-ের বিকলাঙ্গতা ও যক্ষা অন্যতম। এসব সমস্যার জন্য দেশের মানুষকে ছুটতে হত বিশ্বের বিভিন্ন দেশে। তবে আশার কথা হল মেরুদন্ডের উন্নত চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে। সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি হাসপাতালে এখন আন্তর্জাতি মানের চিকিৎসা দেয়া হচ্ছে। 
বাংলাদেশের মত এত জনবহুল রাষ্ট্রে দক্ষ, প্রশিক্ষিত স্পাইন সার্জন তৈরির বিকল্প নেই। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি উদ্যোগে এমন প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের চিকিৎসকদের নিঃসন্দেহে আরও বেশি দক্ষ করে গড়ে তুলবে। এদেশের মধ্যম ও নিম্নবৃত্ত মানুষের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। 
কর্মশালায় ভারতের দিল্লীর স্পাইনাল ইনজুরি সেন্টারের স্পাইন সার্জারী বিভাগের কলসালটেন্ট ও বিভাগীয় প্রধান গুরুরাজ এম সানগোনথিমাত এবং বাংলাদেশের অভিজ্ঞ ৮ জন স্পাইন সার্জন এই কর্মশালায় মেরুদন্ডের আধুনিক অপারেশনের কৌশল নিবন্ধিত ২৮ জন অংশগ্রহণকারীকে হাতে কলমে দক্ষতা প্রদান করেন।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status