ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

আফগান সীমান্তে বিমান হামলা: চাপের মুখে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ মে ২০২২, রবিবার, ১১:৩৪ পূর্বাহ্ন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের ক্রমাগত বোমা হামলার কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক চাপের মুখে পড়েছে। গত বছরের আগস্টের মাঝামাঝি সময়ে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার এক বছরেরও কম সময়ের এই হামলাগুলো ঘটেছে বলে এক প্রতিবেদনে জানা গেছে।

‘ইসলাম খবর’ তার প্রতিবেদনে বলেছে, পাক-আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় বিপুল সংখ্যক আফগান বেসামরিক নাগরিক নিহত হওয়ার সূত্র ধরেই সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৬ই এপ্রিল কুনার এবং খোস্তের সীমান্ত প্রদেশে পাকিস্তানের সামরিক বিমান হামলায় ৪৫ জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে মহিলা ও শিশুও ছিল। ওই হামলা আফগান সার্বভৌমত্ব লঙ্ঘনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

তবে ইসলামাবাদের দাবি, তার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আফগানিস্তানের সীমান্তের অন্যপ্রান্ত থেকে আক্রমণ করা হচ্ছে এবং তারা শুধুমাত্র তালেবানদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে, যারা টিটিপি (তাহরিক-ই-তালেবান পাকিস্তান) নামে পরিচিত এবং আইএসআইএল (আইএসআইএস) এর সঙ্গে জড়িত যোদ্ধাদের হয়ে কাজ করছে।

এদিকে, তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিমান হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘এটি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শত্রুতার পথকে প্রশস্ত করছে।’ যদিও আন্তঃসীমান্ত হামলার বৃদ্ধির জন্য পাকিস্তান কাবুলকে দোষারোপ করেছে, কারণ তারা টিটিপি (তাহরিক-ই-তালেবান পাকিস্তান) এর কার্যক্রম বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে, আফগানিস্তানের খোস্ত এবং কান্দাহার প্রদেশে পাকিস্তানি সামরিক বিমান হামলার প্রতিবাদ করেছে ওই প্রদেশের বাসিন্দারা। তারা রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে বলেছে যে, হামলায় নিহত ব্যক্তিরা বেসামরিক ছিলেন।

জানা গেছে, আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠায় ইসলামাবাদের সক্রিয় অংশগ্রহণ থাকা সত্ত্বেও কুনার এবং খোস্ত প্রদেশে বিমান হামলা চালিয়ে দেশটির আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের জন্য কাবুল ইসলামাবাদের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমন সময় ওই বিমান হামলা করা হয়েছে যখন আফগান সীমান্তজুড়ে ২ হাজার ৬০০ কিলোমিটার বেড়া দেয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে তালেবানদের মনে আগেই ক্ষোভ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের যে সামরিক বাহিনী অতীতে তালেবান নেতাদের নিরাপদ আশ্রয়স্থল ছিল, আজ তারাই সীমান্তে অভিযান চালাচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিজ্ঞাপন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status