ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

সাইমন্ডসের স্মরণে সাগরিকায় ১ মিনিট নীরবতা

স্পোর্টস রিপোর্টার

(১ বছর আগে) ১৫ মে ২০২২, রবিবার, ১১:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৩ অপরাহ্ন

mzamin

২০২২ সালের ৪ঠা মার্চ, একই দিনে মৃত্যুবরণ করেন রড মার্শ ও শেন ওয়ার্ন। দুই কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুর শোক এখনো তাজা অস্ট্রেলিয়ানদের মনে। এরইমধ্যে বড় দুঃসংবাদ, সড়ক দুর্ঘটনায় পৃথিবীর মোহ ত্যাগ করেছেন অ্যান্ড্রু সাইমন। কিংবদন্তি এই ক্রিকেটারের শোক ছেয়ে গেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও। 

আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ২০০৩ ও ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ জয়ী সাইমন্ডসকে সম্মান জানিয়ে সাগরিকায় এক মিনিট নীরবতা পালন করা হয়। ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্মরণ করেন। এ সময় জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে সাইমন্ডসের ছবি।

প্রয়াত অ্যান্ড্রু সাইমন্ডসের পরিবার ও অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রদায়ের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার রাতে কুইন্সল্যান্ডে গাড়ি চালাচ্ছিলেন সাইমন্ডস। হার্ভি রেঞ্জ রোডের কাছে অ্যালিস রিভার ব্রিজ থেকে বামে বাঁক নেয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি উল্টে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলেও, গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান লাচলান হেন্ডারসন সাইমন্ডসের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটে আরেকটি নক্ষত্রের পতন।

বিজ্ঞাপন
অ্যান্ড্রু অস্ট্রেলিয়ান ক্রিকেটের উন্নতির অংশ। এছাড়া কুইন্সল্যান্ড ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাসের অংশ সে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তার পরিবার, সতীর্থ এবং বন্ধুদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status