ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

আলাপন

আমি স্বপ্ন ছাড়া মানুষ -মনিরা মিঠু

মাজহারুল তামিম

(১ বছর আগে) ১৫ মে ২০২২, রবিবার, ১০:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫২ অপরাহ্ন

mzamin

মনিরা মিঠু। বাংলা নাটকের অপরিহার্য একজন অভিনেত্রী হয়ে উঠেছেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাধারণ দর্শকের খুব কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছেন। বরাবরের মতো এবারের রোজার ঈদ উপলক্ষে প্রকাশিত তার বেশ কিছু খণ্ড নাটক দর্শক প্রশংসা কুড়াচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘নয়া  লায়লা নয়া মজনু’, ‘নসিব’, ‘ঘর শ্বাশুড়ি’, ‘ভেলকি’, ‘কেঠায় কইছে হবে না যে’, ‘লিলুয়া’। ঈদের নাটকগুলো নিয়ে কী বলবেন? মনিরা মিঠু বলেন, ঈদে যে কয়টি কাজ করেছি সেগুলো সেরা ছিল।সবার ভালো লেগেছে মোটকথা। কেউ কেঁদেছেন, কেউ হেসেছেন। কাজগুলোর গল্প ও আমার চরিত্র ভিন্নধর্মী ছিল। সাড়াও ভালো পাচ্ছি তাই। এছাড়া নাটকের পাশাপাশি ওয়েব ফিল্ম ‘অমানুষ’ দেখেও অনেকে প্রশংসা করেছেন। 

অভিনয়ের কারিশমা দেখিয়ে প্রতিনিয়ত দর্শক মাতাচ্ছেন।

বিজ্ঞাপন
আপনার এই সফলতার পেছনের রহস্য কী? এই অভিনেত্রীর উত্তর- আপনারা সবাই জানেন আমার প্রয়াত বড় ভাই অভিনেতা চ্যালেঞ্জারের হাত ধরে নাটকের জগতে আসি। আমার যখন মাত্র ৯ মাস বয়স তখন মাকে হারাই। এরপর উনিই আমাকে বড় করেছেন। আমি প্রায়ই অনুভব করি ওনাকে। আমার ৫০ শতাংশ সাফল্য দেখে যেতে পেরেছেন তিনি। আজ উনি বেঁচে থাকলে শিশুর মতো খুশি হতেন। কারণ ২০০৮ সালে আমি যখন মেরিল প্রথম আলো পুরস্কার পাই তখনই শিশুর মতো আনন্দ করেছিলেন।

 দুই দশকের বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে কাজ করছেন। কোনো অতৃপ্তি আছে কী? মনিরা মিঠু বলেন, আমি স্বপ্ন ছাড়া মানুষ। আমাকে অভিনয় করে ঐ পর্যায়ে পৌঁছাতে হবে, ঐ সম্মাননাটা পেতে হবে এমন কোনো স্বপ্ন আমার নেই। আর খুব অল্পতেই তৃপ্ত থাকি। অল্পতেই খুশি হয়ে যাই। আমার স্বপ্ন বর্তমান নিয়ে। চলতি কাজটা যাতে গুছিয়ে করতে পারি সেই দিকটায় শুধু খেয়াল রাখি। যতদিন অভিনয় করবো আল্লাহ যেন সুস্থ রাখে। দর্শকের যে ভালোবাসা পাচ্ছি, এই ভালোবাসাটা থেকে যাতে ছিটকে না পড়ি। এটাই চাওয়া। খণ্ড নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও মনিরা মিঠু নিয়মিত অভিনয় করছেন। বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ এবং ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ ধারাবাহিক দুটিতে তার চরিত্র বেশ আলোচনায় রয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status