ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ম্যাথিউসের সেঞ্চুরিতে দিনশেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২৫৮/৪

স্পোর্টস রিপোর্টার

(১ বছর আগে) ১৫ মে ২০২২, রবিবার, ৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৯ অপরাহ্ন

mzamin

ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের হাতাশা উপহার দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাকিব-নাঈমদের স্পিন সামলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি। দলীয় ১৮৩ রানে চতুর্থ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। আঘাত হানেন সাকিব আল হাসান। তার বল ব্যাট-প্যাডে খেলতে গিয়ে প্রথম স্লিপে মাহমুদুল হাসান জয়ের তালুবন্দি হন ধনাঞ্জয়া ডি সিলভা (৬)। আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। এরপর দিনেশ চান্ডিমালের সঙ্গে জুটি গড়েছেন ম্যাথিউস। প্রথম দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ম্যাথিউস ১১৪ ও চান্ডিমাল ৩৪ রানে অপরাজিত আছেন।

বিজ্ঞাপন
পঞ্চম উইকেটে ৭৫ রানের জুটিতে অবিচ্ছন্ন তারা। 

 

তৃতীয় সেশনের শুরুতেই তাইজুলের আঘাত

প্রথম সেশনের ধাক্কা সামলে দ্বিতীয় সেশনে প্রতিরোধ গড়ে তোলে শ্রীলঙ্কা। মেন্ডিস-ম্যাথিউসের ফিফটিতে অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। চা বিরতি থেকে ফিরেই আঘাত হানলেন তাইজুল ইসলাম।
তৃতীয় সেশনের প্রথম ওভারের প্রথম বলে তাইজুলকে খেলতে গিয়ে নাঈম হাসানের তালুবন্দি হন কুশাল মেন্ডিস। সাজঘরে ফেরার আগে ৫৪ রান করেন এই লঙ্কান ব্যাটার।

মেন্ডিস-ম্যাথিউসের ফিফটিতে অস্বস্তিতে বাংলাদেশ

প্রথম সেশনটা ভালো কাটালেও দ্বিতীয় সেশনে সাফল্যের দেখা পেলো না টাইগার বোলাররা। দৃঢ় ব্যাটিংয়ে কুশাল মেন্ডিসের পর ফিফটি হাঁকালেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
মেন্ডিস ১৩০ বলে ৫৪ এবং ১১৪ বলে সমান রান নিয়ে ক্রিজে রয়েছে ম্যাথিউস। ৫৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৫৮ রান।

কুশাল মেন্ডিসের ফিফটি

প্রথম সেশনে নাঈম হাসানের নৈপুণ্যে ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল শ্রীলঙ্কা। মধ্যাহ্নভোজের পর ১৬ ওভারে বিনা উইকেটে ৬৩ রান তুলে নিয়েছে সফরকারীরা।
৮৬ বলে ফিফটি হাঁকিয়ে টাইগার বোলারদের মোকাবিলা করছেন কুশাল মেন্ডিস। ৬৩ বলে ৩৭ রানে অ্যাঞ্জেলো ম্যাথিউসও বাংলাদেশের বিপদের কারণ হয়ে উঠছেন।
৪০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৩৭ রান শ্রীলঙ্কার।
 

প্রথম সেশনে টাইগারদের অর্জন ২ উইকেট, রিভিউ হারিয়েছে দুটি

প্রথম সেশনে ২৪ ওভার বোলিং করেছে বাংলাদেশ। ৭৩ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেছে টাইগাররা। দুটি উইকেটই পেয়েছেন বছরখানেক পর দলে ফেরা নাঈম হাসান। ৮ ওভার বোলিং করে ২৮ রান দেন এই স্পিনার। এছাড়া শরিফুল ইসলাম, খালেদ আহমেদ এবং তাইজুল ইসলাম- সকলেই ৬টি করে ওভার করেন। শরিফুল ১১,  খালেদ, ১৮ এবং তাইজুল ১৬ রান খরচ করে কোনো উইকেট পাননি।
তবে প্রথম সেশন শেষের আগেই দুটি রিভিউ হারায় বাংলাদেশ। দুটিই শরিফুলের বলে। অষ্টম ওভারে ওশাদা ফার্নান্দোর পায়ে লাগলে আম্পায়ার সাড়া দেননি। বল আউট সাইডে পিচ করায় রিভিউ হারায় বাংলাদেশ। ২৩তম ওভারে দ্বিতীয় রিভিউ হারায় টাইগাররা। এবার বল লাগে অ্যাঞ্জেলো ম্যাথিউসের পায়ে। এ বলটিও আউটসাইডে পিচ করে।

এবার নাঈমের শিকার ওশাদা ফার্নান্দো

অধিনায়ক দিমুথ করুনারত্নের উইকেট নিয়ে শুভ সূচনা করেন নাঈম হাসান। এবার ক্রিজে থিতু হওয়া ওপেনার ওশাদা ফার্নান্দোকে সাজঘরের পথ দেখালেন এই টাইগার স্পিনার।
২১.২ ওভারে নাঈমের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে থাকা লিটন দাসের তালুবন্দি হন ওশাদা। ৭৬ বলে ৩৬ রান নিয়ে সাজঘরে ফেরেন তিনি।
২২.১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৬৭ রান।
 

উইকেট নিয়ে প্রত্যাবর্তন রাঙালেন নাঈম 

২০২১ সালের ফেব্রুয়ারিতে সবশেষ টেস্ট খেলেছিলেন নাঈম হাসান। এরপর সুযোগ হয়নি টাইগারদের সাদা জার্সির ক্রিকেটে। শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরেই সাফল্যের  দেখা পেলেন এই স্পিনার। নাঈমের কুইকারে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারত্নে ফেরেন ৯ রানে।
ইনিংসের অষ্টম ওভারে নাঈমের হাতে বল তুলে দেন অধিনায়ক মুমিনুল। বোলিংয়ে নেমে করুনারত্নেকে লেগবিফোরের ফাঁদে ফেলেন নাঈম। রিভিউ নিয়েছিলেন করুনারত্নে। তাতেও লাভ হয়নি।
১১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৩  রান শ্রীলঙ্কার।

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন সাকিব-নাঈম

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে টস ভাগ্য সহায় হয়নি টাইগারদের। টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা জেগেছিল। করোনা নেগেটিভ হয়ে অবশ্য সাকিব দলে ফিরেছেন। গতকালই প্রথম টেস্টে সাকিবের উপস্থিতি নিয়ে নিশ্চয়তা দেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
প্রায় এক বছর তিন মাস পর দলে ফিরলেন স্পিনার নাঈম হাসান। গত বছর ফেব্রুয়াতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি।

বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা  (উইকেটরক্ষক), রামেশ মেন্ডিস, লাসিথ এম্বুলদেনিয়া, বিশ্ব ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status