বাংলারজমিন
শিক্ষকের কাছে কোচিং না করায় কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতন
সাতক্ষীরা প্রতিনিধি
১৫ মে ২০২২, রবিবার
শিক্ষকের কাছে কোচিং না করায় সাতক্ষীরার নলতা আইএইচটির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা আইএইচটির একটি কক্ষে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শিক্ষার্থী সোলায়মান হোসেন জানান, তাকে নাহিদ ও রশিদ কলেজের চারতলায় একটি কক্ষে নিয়ে যায়। সেখানে আটকে জিআই পাইপ দিয়ে শরীরের স্থানে পেটানো হয়। মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে। আহত সোলায়মান পটুয়াখালীর বাউফল উপজেলার মোহাম্মদ হানিফের ছেলে। সে তিনি আইএইচটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। নির্যাতনের শিকার শিক্ষার্থীর সহপাঠী রিপন জানান, রেডিওলজি বিভাগের শিক্ষক সাইদ হাসানের নির্দেশে রাত ১০টার দিকে সোলায়মানকে ডেকে নিয়ে যায় নাহিদ, রশিদ ও রানা। তাদের মধ্যে নাহিদ ও রশিদ আইএইচটির ছাত্র এবং রানা ম্যাটসের ছাত্র। সেখানে নিয়ে রড দিয়ে পিটিয়ে মাখা ফাটিয়ে দেয়। সারা শরীরে নির্দয়ভাবে পেটায়
কালীগঞ্জ থানার ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনা নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত
শ্রেণি কক্ষে বর্তমানে শিক্ষকরা ঠিকমত পাঠদান করেন না। কোচিং ও প্রাইভেট পড়ানোর ক্ষেত্রে তাহারা আন্তরিক। বর্তমানে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো। শ্রেণিকক্ষের চেয়ে কোচিং সেন্টারগুলোতে শিক্ষার্থীদের অধিক উপস্থিতি। এই ক্ষেত্র নামীদামী স্কুলগুলো অগ্রগামী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টির প্রতি দৃষ্ট দেওয়ার জন্য অনুরোধ জানাইতেছি।
এই ঘটনা সত্যি হলে এরে কি করা উচিত?