ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

আফ্রিদির ইনজুরিকে ‘টার্নিং পয়েন্ট’ মনে করছেন শচীনও

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৪ নভেম্বর ২০২২, সোমবার, ১১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন

mzamin

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের গুরুত্বপূর্ণ মুহূর্তে ইনজুরিতে মাঠ ছেড়ে যান শাহীন শাহ আফ্রিদি। বাঁহাতি এ পেসার যদি নিজের ৪ ওভার পূর্ণ করতে পারতেন তাহলে কি ফল অন্যরকম হতে পারতো? ম্যাচের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছিলেন সে কথাই। এমনকি শচীন টেন্ডুলকারও মনে করেন শাহীনের ইনজুরি ছিল ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। 

রোবার পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। পাকিস্তানের ১৩৮ রানের টার্গেট এক ওভার বাকি থাকতে টপকে যায় ইংলিশরা। এক পর্যায়ে ৩০ বলে ৪১ রান প্রয়োজন ছিল তাদের। নিজের তৃতীয় ওভারের প্রথম বল করার অস্বস্তি বোধ করছিলেন আফ্রিদি। ওভার সম্পূর্ণ করতে পারেননি। বাকি ৫ বল করেন ইফতিখার আহমেদ। ওই ৫ বল থেকে ১৩ রান তুলে নেন বেন স্টোকস-মঈন আলী। পরের ওভার থেকে আসে ১৬ রান।

বিজ্ঞাপন
এতে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় পাকিস্তান।

মেলবোর্নের ফাইনাল নিয়ে টুইট করেছেন শচীন টেন্ডুলকার। তিনি লিখেছেন, ‘দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ইংল্যাকে অভিনন্দন। দারুণ অর্জন। ফাইনাল ম্যাচ যথেষ্ট জমজমাট ছিল। আফ্রিদি ইনজুরিতে পড়লে সেটা হতে পারতো আরও ইন্টারেস্টিং।’

তবে ভারতের আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কার সেটি মানতে রাজি নন। তিনি বলেন, ‘আমি মনে করি না, শাহীন থাকলে ফল অন্যরকম হতো। তারা স্কোরবোর্ডে যথেষ্ট রান জড়ো করতে পারেনি। ১৫-২০ রানের ঘাটতি ছিল। তারা যদি ১৫০-১৫৫ করতে পারতো, তাহলে বোলারদের জন্য কিছু করার সুযোগ ছিল। কাজেই শাহীনের ১০টি ডেলিভারি কোনো ব্যবধান গড়ে দিতো বলে মনে হয় না আমার। হয়তো পাকিস্তান আরেকটা উইকেট তুলে নিতো, কিন্তু শেষতক জিততো ইংল্যান্ডই।’ ম্যাচের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমও অবশ্য স্বীকার করেন, তার দল ২০ রান কম করেছে।
 

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status