ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

ব্যাটিংয়ে সেরা কোহলি, বোলিংয়ে হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২২, সোমবার
mzamin

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে সেরা বিরাট কোহলি। মাত্র ৬ ম্যাচেই ২৯৬ রান করেছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। কোহলির পর নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও’দাউদ। তার সংগ্রহ ২৪২ রান। মূল পর্ব থেকে হিসাব ধরলে রান সংগ্রহে কোহলির পেছনে রয়েছেন আরেক ভারতীয় সূর্যকুমার যাদব। ১৮৯.৬৮ স্ট্রাইকরেটে ২৩৯ রান করেছেন তিনি। ইংলিশ অধিনায়ক জস বাটলারের সুযোগ ছিল কোহলি ও সূর্যকুমারকে টপকানোর। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে দারুণ শুরুর পর ১৭ বলে ২৬ রান করে আউট হয়ে যান বাটলার। এতে ৬ ম্যাচে তার সংগ্রহ দাঁড়িয়েছে ২২৫ রান। রান সংগ্রহে শীর্ষ এগারোতে আছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন
তিনি ৫ ম্যাচে ৩৬.০০ গড় ও ১১৪.৬৪ স্ট্রাইকরেটে ১৮০ রান করেছেন। লিটন দাস ৫ ম্যাচে এক ফিফটিতে ২৫.৪০ গড়ে ১২৭ রান করেছেন। 
প্রথম পর্বসহ সবচেয়ে বেশি উইকেট ওয়ানিন্দু হাসারাঙ্গার। লঙ্কান লেগস্পিনার ৮ ম্যাচে ৬.৪১ ইকোনমি রেটে নিয়েছেন ১৫ উইকেট। তবে সুপার টুয়েলভসহ হিসাবটা ধরলে সর্বাধিক উইকেট স্যাম কারেনের। ৬ ম্যাচে ১১.৩৮ গড়ে ১৩ উইকেট নিয়েছেন কারেন। ইকোনমি রেট ৬.৫২। কারেনের সমান ১৩ উইকেট নেদারল্যান্ডসের বাস ডি লেইডার। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি নিয়েছেন ১২ উইকেট। মূল পর্ব থেকে সবচেয়ে বেশি উইকেটে নেওয়া অন্য বোলাররা হলেন এনরিক নরকিয়া (১১), শাহীন শাহ আফ্রিদি (১১), শাদাব খান (১১), আর্শদীপ সিং (১০) ও মার্ক উড (৯)। বাংলাদেশি বোলারদের মধ্যে সুপার টুয়েলভে সবচেয়ে বেশি উইকেট তাসকিন আহমেদের। ৫৪ ম্যাচে ১৬.৩৭ গড়ে ৮ উইকেট নিয়েছেন তাসকিন। ইকোনমি রেট ৭.২৭। তাসকিনের পর ভালো করেছেন হাসান মাহমুদ। হাসান ৪ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। ৫ ম্যাচে সাকিবের শিকার ৬ উইকেট। 
বোলিংয়ে শীর্ষ ৫ 
খেলোয়াড়  ম্যাচ উই. সেরা গড় ইকোনমি
হাসারাঙ্গা ৮ ১৫ ৩/৮ ১৩.২৬ ৬.৪১
কারেন ৬ ১৩ ৫/১০ ১১.৩৮ ৬.৫২
ডি লেইডা ৮ ১৩ ৩/১৯ ১৩.০০ ৭.৬৮
মুজারাবানি ৮ ১২ ৩/২৩ ১৬.৫৮ ৭.৬৫
নরকিয়া ৫ ১১ ৪/১০ ৮.৫৪ ৫.৩৭

ব্যাটিংয়ে শীর্ষ ৫
খেলোয়াড় ম্যাচ রান সর্বোচ্চ গড় স্ট্রাইকরেট ৫০/১০০
কোহলি ৬ ২৯৬ ৮২* ৯৮.৬৬ ১৩৬.৪০ ৪/-
ও’দাউদ ৮ ২৪২ ৭১* ৩৪.৫৭ ১১২.৫৫ ২/-
সূর্যকুমার ৬ ২৩৯ ৬৮ ৫৯.৭৫ ১৮৯.৬৮ ৩/-
বাটলার ৬ ২২৫ ৮০* ৪৫.০০ ১৪৪.২৩ ২/-
কুশল মেন্ডিস ৮ ২২৩ ৭৯ ৩১.৮৫ ১৪২.৯৪ ২/-
রাজা ৮ ২১৯ ৮২ ২৭.৩৭ ১৪৭.৯৭ ১/-

 

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status