ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

শরীর ও মন

গর্ভাবস্থায় বমন-এর হোমিও চিকিৎসা

ডা. মুহাম্মদ দিলোয়ার হুসেন
১৪ নভেম্বর ২০২২, সোমবার

সাধারণত গর্ভাবস্থায় ৬ থেকে ১২ সপ্তাহের মধ্যে সকালে বমি বা বমি বমি ভাব হয়। একে স্বাভাবিক গর্ভাবস্থার লক্ষণ বলেই ধরে নেয়া হয়। সাধারণত ঘুম থেকে জাগার পর পরই এসব লক্ষণ প্রকাশ পায়। সাধারণত ১৪ সপ্তাহের পূর্বেই ওই লক্ষণগুলো বিদূরিত হয় এবং এর দ্বারা রোগিনীর স্বাস্থ্যের বা গর্ভাবস্থায় কোনো ব্যাঘাত ঘটে না। যমজ গর্ভ হলে বমনের হার বেড়ে যায়। এ থেকে এ তত্ত্বের উদ্ভব হয়েছে যে, গোনাডোট্রফিনের বর্ধিত উৎপাদন কিংবা এর প্রতি অতিরিক্ত সংবেদনশীলতাই এর কারণ। স্বাভাবিক গর্ভাবস্থায় এই হরমোন যখন সর্বোচ্চ মাত্রায় উৎপন্ন হয় তখনই বমি হয়ে থাকে। যদি বমি হতেই থাকে এবং তা রোগীর স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়ায় তাহলে সে অবস্থাকে বলা হয় গর্ভাবস্থাজনিত বমনাধিক্য। এই অবস্থাতে যে প্রাণরাসায়নিক  অস্বাভাবিক  পরিবর্তনগুলো দেখা যায় সেগুলোর উদ্ভব হয় বমনাধিক্য, অনাহার থেকে। এ পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে কিটোনাধিক্য ইলেকট্রোলাইগুলোর অসামঞ্জস্য ও ভিটামিন ঘাটতি যে সময়ে ইলেকট্রোলাইট অসামঞ্জস্যের চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা ছিল না সে সময়ে  মাতৃ মৃত্যুর একটি অন্যতম কারণ ছিল বমনাধিক্য।

বিজ্ঞাপন
অতি মারাত্মক ক্ষেত্রে প্রচুর ওজন হ্রাস দ্রুত হৃদকম্পন ও  লঘু রক্তচাপ, স্বল্পতা বি ভিটামিনের ঘাটতিজনিত স্নায়ুবৈকল্য এবং যকৃত বিনষ্টজনিত জন্ডিসের সৃষ্টি হতে দেখা যায়। মারাত্মক কতোগুলো ক্ষেত্রে কিছু মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে।
চিকিৎসা ব্যবস্থাপনা: সাধারণত এই পীড়ার চিকিৎসা সহজেই করা যায় শুধু সাহস এবং কখনো বমন নিরোধী খাবার ও  পর্যাপ্ত বিশ্রাম এবং সদৃশ বিধান মতে হোমিও প্যাথিক ওষুধ দ্বারা। যেমন-নাক্সভমিকা, ইপিকাক, সিম্পোরি কার্পাস, পালসেটিলা, চায়না ইত্যাদি প্রয়োগ করলে এই সমস্যা দূরীভূত হয়। বমি খুব বেশি হলে প্রয়োজন বোধে হাসপাতালে ভর্তি করতে হবে।

লেখক: ডা. মুহাম্মদ দিলোয়ার হুসেন (বি.এইচ.এম.এস), প্রভাষক, শরীয়তপুর হোামিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
 

শরীর ও মন থেকে আরও পড়ুন

   

শরীর ও মন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status