ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

বাটলারদের অভিনন্দন জানিয়ে যে আক্ষেপ করলেন বাবর

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৩ নভেম্বর ২০২২, রবিবার, ৬:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৪ অপরাহ্ন

mzamin

এশিয়া কাপের পর বিশ্বকাপ- টানা দুটি টুর্নামেন্টে শিরোপার কাছে গিয়েও ব্যর্থ হলো পাকিস্তান। দুবাইয়ে বাবরদের স্বপ্ন ভেঙ্গে দিয়েছিল শ্রীলঙ্কা। মেলবোর্নে তাদের কাঁদালো ইংল্যান্ড। ৫ উইকেটের হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি হাতছাড়া পাকিস্তানের। পরাজিত অধিনায়ক বাবর ম্যাচের পর আর কয়েকটা রানের জন্য আক্ষেপ করলেন।
মেলবোর্নের উইকেটে ১৫০-১৬০ রান হলেই ফাইট করা যায়। টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ১৩৭। এই পুঁজি নিয়েও ১৯ ওভার পর্যন্ত লড়াই করেছে পাকিস্তান। বাবর বলেন, ‘ইংল্যান্ডকে অভিনন্দন। তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য এবং ভালো লড়াই করেছে। আমাদের কাছে মনে হচ্ছিল যেন ঘরের মাটিতে খেলছি।

বিজ্ঞাপন
স্টেডিয়ামের গ্যালারি থেকে দারুণ সমর্থন পেয়েছি আমরা। দর্শক যারা ছিলেন, তাদের ধন্যবাদ জানাই। প্রথম দুই ম্যাচ হারার পর টানা চারটি জিতে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম, তা ছিল অসাধারণ। আমি সতীর্থদের বলেছিলাম তাদের সহজাত খেলাটা খেলতে। কিন্তু আমাদের ২০ রান কম হয়ে গেছে। এরপরও আমাদের ছেলেরা লড়াই করেছে। দুর্ভাগ্যজনকভাবে শাহীন ইনজুরিতে পড়লো। কিন্তু এটা খেলারই অংশ।’
শাহীন শাহ ইনজুরিতে না পড়লে ম্যাচের ভাগ্য অন্যরকম হতে পারতো। নিজের প্রথম স্পেলে ২ ওভারে ১৩ রানে ১ উইকেট নেন শাহীন। প্রথম ওভারেই অ্যালেক্স হেলসকে সাজঘরে ফেরান এই পেসার। এক পর্যায়ে ৩০ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪১ রান। তখনো শাহীনের দুটি ওভার বাকি। ১৬তম ওভারের প্রথম বলটা কোনোমতে করে মাঠ ছেড়ে বেড়িয়ে যান শাহীন। হ্যারি ব্রুকের ক্যাচ ধরার সময় হাঁটুতে ব্যথা পেয়েছিলেন তিনি। ওই চোটই শেষতক কাল হলো পাকিস্তানের জন্য। 
শাহীন বেরিয়ে যাওয়ার পর বাকি ৫ বলে ১৩ রান দিয়েছেন ইফতিখার আহমেদ। এতেই চাপ কেটে গেছে ইংল্যান্ডের।  
 

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status