ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

আওয়ামী লীগের এক্সপেয়ার ডেট চলে এসেছে- খন্দকার আব্দুল মোক্তাদির

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৫ মে ২০২২, রবিবার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির বলেছেন, বর্তমান দখলদার যে সরকারটি ক্ষমতায় আছে, এদের লজ্জা-শরম নেই। এরা মুখে গণতন্ত্রের কথা বলে। অথচ এই গণতান্ত্রিক লেবাসধারী দখলদাররা ঈদের পর বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, মঈন খান, এহসানিল হক মিলন, জহির উদ্দিন স্বপনসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের বাসাবাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এদের হায়া লজ্জা শরম নাই। এককান কাটা থাকলেও লোকজন আরেক কানে শুনে চলাফেরা করে। যখন কান দুইটা থাকে না, তখন হায়া লজ্জা শরম একেবারেই থাকে না। এদের কথাবার্তা শুনলে বুঝবেন এরা ডুবন্ত। মানুষ যখন পানির মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে তখন স্বাভাবিক অবস্থা ভুলে মুহূর্তে ওই পাড়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তেমনি আওয়ামী লীগ নেতাদের কথাবার্তা শুনলে বুঝবেন এদের আর দম নাই। এদের এক্সপেয়ার ডেট চলে এসেছে।

বিজ্ঞাপন
সুতরাং সময় বেশি নেই। যেহেতু সময় বেশি নাই, এদের কার্যকলাপও অসংযত। গতকাল বিকালে মৌলভীবাজার প্রেস ক্লাব মোড়ে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামিম, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন, সহ-সভাপতি ফয়ছল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মোক্তাদির আরও বলেন, আওয়ামী লীগ কথায় কথায় পাকিস্তানিদের গালি দেয়, অথচ এদের আচার আচরণ দেখলে মনে হয় ইয়াহিয়া খানের একেবারে সরাসরি বন্ধু। এদের প্রতিদিনকার কাজ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার দুর্নীতির অভিযোগ করা। ইচ্ছামতো রাস্ট্রদ্রোহিতার অভিযোগ করা, দেশপ্রেমের কথা বলা, নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো। জনগণের সেবার কথা বলা অথচ নির্বাচন থেকে তারা পালিয়ে বেড়ায়। মানুষের ওপর অত্যাচার করে, রাজনৈতিক প্রতিপক্ষকে কোথাও কথা বলতে দেয় না। এ সমস্ত আচরণ কার মধ্যে দেখেছি আমরা। ইতিহাস সাক্ষী এগুলো আইয়ূব খান ইয়াহিয়া খানের আচরণ ছিল। এরা মুখে পাকিস্তানকে গালি দেয়, কিন্তু সার্বক্ষণিক চব্বিশ ঘণ্টা এদের আচার আচরণে পাকিস্তানিদের অনুসরণ দেখবেন। এদের উন্নয়নের ফিরিস্তি শুনলে মনে হবে বাংলাদেশ আর বাংলাদেশ নাই। ইতিমধ্যে বাংলাদেশ ইংল্যান্ড আমেরিকার পর্যায়ে চলে গেছে। মূলত এই করোনার পরে যতগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যাদের উপর মানুষের আস্তা আছে। তাদের জরিপে দেখা গেছে, দারিদ্র্যসীমার নিচে বাংলাদেশের জনসংখ্যা তিন কোটি। আঠারো কোটি মানুষের মধ্যে দারিদ্র্যসীমার নিচে যদি তিন কোটি থাকে, তাহলে এই দেশ দরিদ্র না ধনী। ধনী তারাই যারা এই দখলদার সরকার ও তাদের চেলাচামুন্ডরা, যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তারাই শুধু একমাত্র ধনী। সভাপতির বক্তব্যে এম নাসের রহমান বলেন, অবৈধ ক্ষমতা দখলদারদের এখন শেষ সময়। আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কায় কী ঘটনা ঘটেছে আপনারা তা দেখছেন। সরকারের মন্ত্রী এমপিদের পুকুরের পানি আর নদীর পানিতে ঝাঁপিয়ে পড়তে হয়েছে। মন্ত্রীদের কাপড় খোলার বিষয়তো সবাই দেখেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী কল্পনাও করে নাই সে এভাবে ক্ষমতাচ্যুত হয়ে যাবে। ঠিক তেমনি আওয়ামী লীগেরও দিন শেষ হয়ে আসছে। কখন যে জনগণ ফুঁসে উঠবে টেরই পাবে না।  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. বদরুল আলম, মো. হেলু মিয়া, প্রথম যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বক্‌সি মিছবাউর রহমান, সহ-সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, আবুল হোসেন প্রমুখ।  অপরদিকে মৌলভীবাজার জেলা বিএনপি’র  অপর একটি অংশ বিক্ষোভ সমাবেশ করেছে। মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকস্‌্‌, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status