ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

ঢাকায় ‘ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন’ নভেম্বরে

অর্থনৈতিক রিপোর্টার
১৫ মে ২০২২, রবিবার

ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন-২০২২’। আগামী নভেম্বরে ৩৭তম এ কনভেনশন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ‘মেইড ইন বাংলাদেশ উইক’ নামে সপ্তাহব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হবে। যেখানে বাংলাদেশের তৈরি পোশাকের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরা হবে। আইএএফ, বিজিএমইএ ও বিকেএমইএ’র উদ্যোগে ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন অনুষ্ঠিত হবে। শনিবার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের (আইএএফ) সেক্রেটারি ম্যাথিজস ক্রিয়েটি ও বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘মেইড ইন বাংলাদেশ উইক’ নামের প্রোগ্রামটি ১২-১৮ই নভেম্বর সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে। এ আয়োজনের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি জানান, এ আয়োজনে থাকবে ৩৭তম আইএএফ ফ্যাশন কনভেনশন, ৩৭তম ঢাকা অ্যাপারেল সামিট, ঢাকা অ্যাপারেল এক্সিবিশন, ডেনিম এক্সপো, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেমন; জিআইজি দ্য সাসটেইনেবল লিডারশিপ অ্যাওয়ার্ড, সাসটেইনেবল ফ্যাশন অ্যাওয়ার্ড অ্যান্ড ফ্যাশন ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, ফ্যাশন ও কালচারাল ফেস্টিভ্যাল, গ্লোবাল লাউঞ্চিং অব বিজিএমইএ ইনোভেশন সেন্টার।

বিজ্ঞাপন
বিজিএমইএ সভাপতি বলেন, তিন বছর আগে দেশে ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত বছরের নভেম্বরে করোনা থাকায় সে বছরও এ আয়োজন করা যায়নি। 
এক প্রশ্নের উত্তরে আইএএফ’র সেক্রেটারি ম্যাথিজস ক্রিয়েটি বলেন, ৩৭তম ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনে ১০০ থেকে ১৫০ বায়ার কিংবা বায়ার প্রতিষ্ঠান অংশ নেবে। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির বিষয়ে সংকলন আকারে আরও একটি ‘কফি টেবিল বই’ উন্মোচন করা? হবে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে গর্ব করার মতো অনেক কিছু আমাদের থাকলেও তা যথাযথ প্রচারের অভাবে বিশ্বব্যাপী প্রচারণা পাচ্ছে না।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status