ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

কে হবেন টুর্নামেন্ট সেরা?

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২২, রবিবার
mzamin

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হবেন কে? এরই মধ্যে ৯ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই তালিকায় রয়েছেন ভারতের বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব; পাকিস্তানের শাদাব খান এবং শাহীন শাহ আফ্রিদি; ইংল্যান্ডের স্যাম কারেন, জস বাটলার ও অ্যালেক্স হেলস; জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। দর্শকদের ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করা হবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। 
ফাইনালের আগে গতকাল ইংলিশ অধিনায়ক বাটলারকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘আমার মনে হয়, সূর্যকুমার যাদব। তবে সে ছাড়াও তালিকায় রয়েছে আরও কয়েকজনÑ স্যাম কারেন, অ্যালেক্স হেলস, তারা যদি ফাইনালে একটা ভালো পারফরম্যান্স দেখায় তাহলে টুর্নামেন্ট সেরা হতে পারে।’  
অন্যদিকে, পাকিস্তান অধিনায়ক বাবর আজম এগিয়ে রাখলেন স্বদেশি শাদাব খানকে। বাবর বলেন, ‘শাদাব যেভাবে খেলছে, আমার মনে হয় তার সেরা হওয়া উচিত। বল হাতে সে দুর্দান্ত। ব্যাটিংয়েও উন্নতি করেছে। শেষ তিন ম্যাচে দাপুটে পারফরম্যান্স এবং অসাধারণ ফিল্ডিং দক্ষতার কারণে সে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের অন্যতম দাবিদার।’
বিরাট কোহলি
এখন পর্যন্ত রান সংগ্রহে শীর্ষে রয়েছেন ভারতের বিরাট কোহলি। চলতি আসরে ৯৮.৬৬ গড় ও ১৩৬.৪০ স্ট্রাইকরেটে ২৯৬ রান তার।

বিজ্ঞাপন
চারটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।
মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ৮২* রানের মহাকাব্যিক ইনিংসে জিতিয়েছেন ভারতকে। 
সূর্যকুমার যাদব
টুর্নামেন্টে ভারতের সবচেয়ে ইমপ্যাক্টফুল ব্যাটার সূর্যকুমার। বর্তমানে টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার। বাহারি সব শট আর বিস্ফোরক স্ট্রাইকরেটে নজর কেড়েছেন এই ডানহাতি। ৬ ম্যাচে ১৮৯.৬৮ স্ট্রাইকরেটে সূর্যকুমারের সংগ্রহ ২৩৯ রান। হাফসেঞ্চুরি তিনটি।
শাদাব খান
টুর্নামেন্টে ৬ ম্যাচে শাদাব খানের শিকার ১০ উইকেট। ওভারপ্রতি মাত্র ৬.৫৯ রান দিয়েছেন এই লেগস্পিনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে জেতান শাদাব। ওই ম্যাচে ২২ বলে করেন ৫২ রান। এরপর ১৬ রানে নেন ২ উইকেট।
শাহীন শাহ আফ্রিদি
শাদাবের সতীর্থ শাহীন শাহ আফ্রিদি চোট কাটিয়ে ফেরেন বিশ্বকাপে। ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে শুরুর দুই ম্যাচে ছন্দে ছিলেন না শাহীন। ডানা মেলতে শুরু করেন তৃতীয় ম্যাচ থেকে। পরের চার ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ৬ ম্যাচে তার ইকোনমি রেট ৬.১৭। সেমিফাইনালে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই বাঁহাতি পেসার। 
স্যাম কারেন
ইংল্যান্ডের ডেথ ওভার স্পেশালিস্ট স্যাম কারেন। ৫ ম্যাচে ১৩.৬০ গড় ও ৭.২৮ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে পেয়েছিলেন ৫ উইকেটের দেখা। ফাইনালেও স্যাম কারেন হতে পারেন ইংল্যান্ডের তুরুপের তাস। 
জস বাটলার
ব্যাট হাতে ইংল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক বাটলার। চলতি আসরে ৫ ম্যাচে ১৪৩.১৬ স্ট্রাইকরেটে বাটলার করেছেন ১৯৯ রান। হাঁকিয়েছেন দুটি হাফসেঞ্চুরি। স্টাম্পের পেছনে আটটি ডিসমিসাল রয়েছে তার।
অ্যালেক্স হেলস
জনি বেয়ারস্টোর ইনজুরিতে কপাল খুলে যায় অ্যালেক্স হেলসের। বিশ্বকাপে এসে নিজের দক্ষতা দেখাচ্ছেন এই ওপেনার। ৫ ম্যাচে হেলসের সংগ্রহ ২১১ রান। দুটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। স্ট্রাইকরেট ১৪৮.৫৯। সেমিফাইনালে ৮৬* রানের ইনিংসে হয়েছেন ম্যাচসেরা।
সিকান্দার রাজা
জিম্বাবুয়ের স্বপ্নযাত্রা শেষ হয়ে গেলেও তাদের সুপার টুয়েলভ পর্যন্ত নিয়ে আসেন সিকান্দার রাজা। ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ২৫ রানে ৩ উইকেট নেন। টুর্নামেন্টে তার শিকার ১০ উইকেট। ব্যাট হাতে এক হাফসেঞ্চুরিতে করেছেন ২১৯ রান। 
ওয়ানিন্দু হাসারাঙ্গা
গত আসরে সবেচেয়ে বেশি ১৬ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা। চলতি টুর্নামেন্টেও এখন পর্যন্ত সবমিলিয়ে (প্রথম পর্বসহ) সর্বাধিক ১৫ উইকেট এই লেগির। হাসারাঙ্গার ইকোনমি রেট ৬.৪১। সেরা বোলিং ৩/৮।

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status