ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

পাকিস্তানের পেস আক্রমণে ভয় বাটলারের

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২২, রবিবার
mzamin

১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের স্বপ্ন ভেস্তে গিয়েছিল ওয়াসিম আকরামের একটি স্পেলে। মেলবোর্নে আজকের ফাইনালে কি শাহীন আফ্রিদি-হারিস রউফরা ‘ওয়াসিম’ হয়ে উঠবেন? এ নিয়েই যত ভয় ইংলিশ অধিনায়ক জস বাটলারের।
চলতি আসরে পাওয়ার প্লেতে পাকিস্তানি বোলারদের সাফল্য দেখুনÑ ৬.১৯ ইকোনমি ও ১৮.৫৮ স্ট্রাইকেরেটে ১২ উইকেট নিয়েছেন তারা। ইংল্যান্ড যে বিধ্বংসী শুরুর স্বপ্ন দেখছে, সেটি প্রথম ওভারেই ভেস্তে দিতে পারেন শাহীন শাহ আফ্রিদি। ডেথ ওভারেও পাকিস্তানি পেসাররা নিয়ন্ত্রিত বোলিং করছেন। শাহীন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম ও নাসিম শাহর বাইরে পাকিস্তানের আরেকটি স্পেশাল অস্ত্র রয়েছে। তিনি লেগস্পিনার শাদাব খান। চলতি আসরে ৬ ম্যাচে ১০ উইকেটে নিয়েছেন শাদাব। 
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানের বোলিং আক্রমণ নিয়ে বাটলারকের প্রশ্ন কর হলে তিনি বলেন, ‘হ্যাঁ, পাকিস্তান দুর্দান্ত একটি দল। আমি মনে করি, তাদের দারুণ সব পেসার তৈরি ইতিহাস রয়েছে। আমরা যে দলটির বিপক্ষে খেলতে যাচ্ছি, তাদেরও আলাদাভাবে দেখছি না। আমি নিশ্চিত, ক্যারিয়ারের শেষ দিকে এদের মধ্যেও কেউ কেউ পাকিস্তানের সেরা বোলার হিসেবে স্মরণীয় হবে।

বিজ্ঞাপন
পাকিস্তান যে ফাইনালে, তার অন্যতম কারণ তো এই পেসাররাই।’ পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি বেশ কয়েকটি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। বিশ্বকাপের আগে পাকিস্তানে সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের ৪-৩ ব্যবধানে হারিয়েছিল তারা। করাচি থেকে মেলবোর্ন পর্যন্ত দুই দলের দ্বৈরথের সমাপ্তি হচ্ছে মর্যাদার এক উপলক্ষ দিয়ে। এই উপলক্ষটা ট্রফি দিয়ে রাঙাতে চান বাটলার। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ প্রত্যাশা করছি। যেমনটা আমি আগেও বলেছিলাম। তারা এমন একটি দল, যাদের বিপক্ষে সম্প্রতি অনেকগুলো ম্যাচ খেলেছি আমরা। দারুণ কিছু লড়াই হয়েছে আমাদের মাঝে। আমি নিশ্চিত, আগামীকালও এর ব্যতিক্রম কবে না।’   
ভারতের বিপক্ষে সেমিফাইনালে ১০ উইকেটের জয় ইংল্যান্ডের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণ। তবে বাটলার দুটি ম্যাচকে আলাদা মাপকাঠিতে দেখছেন। তিনি বলেন,  ‘ভারতের বিপক্ষের ম্যাচের পারফরম্যান্স আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তবে এটা ভেবে কিংবা এটার আত্মতুষ্টি নিয়ে বসে থাকলে চলবে না। কাল আমরা একটি কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নতুন করে শুরু করবো। যখন আপনি শিরোপার জন্য লড়াই করবেন ,আপনাকে বুঝতে হবে কোনো কিছুই সহজ নয়। আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হলো, আজ ভালোভাবে প্রস্তুতি নিয়ে আগামীকাল সেটা মাঠে প্রয়োগ করা এবং কীভাবে সেরাটা দেওয়া যায় সেটার চেষ্টা করা।’ ২০১৯-এ ঘরের মাঠে জেতা ওয়ানডে বিশ্বকাপের অভিজ্ঞতাও আজকের ম্যাচে কাজে লাগাতে চায় ইংল্যান্ড। বাটলারসহ ওই দলের অনেকেই থাকছেন মেলবোর্নের ফাইনালে। বাটলার বলেন, ‘আসলে যেকোনো অভিজ্ঞতা যেটা আপনি অর্জন করবেন সেটা ভালো হোক কিংবা মন্দÑ সেখান থেকে অনেক কিছু শেখার থাকে এবং সেটা পরে কাজে লাগানোর সুযোগ থাকে। নিঃসন্দেহে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে দেবে।’

 

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status