ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

শ্রীলঙ্কা নিয়ে ভাবনা নেই মুমিনুলের

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৫ মে ২০২২, রবিবার
mzamin

রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল শ্রীলঙ্কা। দেশটি আগেই এরই মধ্যে দেউলিয়া ঘোষণা করেছে নিজেদের। কিছুদিন আগেই হয়েছে সরকারের পতন। নতুন নেতৃত্ব দায়িত্ব নিলেও এখনো চলছে বিক্ষোভ। এমন কঠিন পরিস্থিতিতে পরিবারকে দেশে রেখে খেলতে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এমন অবস্থায় তাদের দলটির মানসিক অবস্থা খুব একটা ভালো নয়। অন্যদিকে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের জয়-পরাজয়ের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। মাত্র এক জয় ও ৪ ড্র। তবে প্রতিপক্ষের কোনো কিছু নিয়ে ভাবতে রাজি নয় টাইগার অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তিনি বলেন, ‘ওরা (শ্রীলঙ্কা)  কী চিন্তা করছে এটা আমাদের ভেবে লাভ নেই।

বিজ্ঞাপন
আমরা কীভাবে ৫ দিন ভালো ক্রিকেট খেলতে পারি, দাপট দেখাতে পারি- এটাই আমাদের চিন্তা। ওদের নিয়ে এত চিন্তা করছি না।’  
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ২০১৮-তে সাগরিকা স্টেডিয়ামে শেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচ ড্র করার স্মৃতিটা অবশ্য মুমিনুল ভুলতে পারবেন না। কারণ ব্যাট হাতে হাঁকিয়েছিলেন জোড়া সেঞ্চুরি। লঙ্কানদের নিয়ে ভাবতে না চাইলেও  সেই সুখস্মৃতি নিয়ে তাকে অনুপ্রেরণা দেয়। মুমিনুল বলেন, ‘যেগুলো ভালো খেলি সেগুলোই তো সবচেয়ে ভালো। এখানে (সাগরিকায়) ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতলে স্মরণীয় হতো। ব্লা ব্লা ব্লা তেমন ইম্পরটেন্ট কিছু নাই। তবে  শ্রীলঙ্কার সঙ্গে খেললে ভালো খেলবো- এমন কোনো প্রেরণা কাজ করে না। জোড়া সেঞ্চুরিই হয়তো মনে আছে। কারণ তখন খারাপ সময় যাচ্ছিল, চাপে ছিলাম।’  
সেই ম্যাচে লঙ্কার বিপক্ষে মুমিনুল প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয়টিতে ১০৫ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন।  তবে বর্তমানে বাজে ফর্মে আছেন টাইগার অধিনায়ক। সব শেষ ফিফটি হাঁকিয়েছেন তিন ম্যাচ আগে নিউজিল্যান্ডে। আর শেষ সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে ২০২১ এ ৮ ম্যাচ আগে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের পালেকেল্লে স্টেডিয়ামে। তবে টাইগার অধিনায়ক মানতে নারাজ তিনি ফর্মে নেই। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না আমি ব্যাড প্যাচের মধ্যে আছি। যদি বিশ্বাস করি তাহলে এটা থেকে বের হতে পারবো না। আমার কাছে মনে হয় আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি, দলের ওপর অনেক আত্মবিশ্বাসী। সবাই সবার সেরা পারফরম্যান্স দেখাতে পারবো ইনশাআল্লাহ্‌।’ তবে তিনি ভালো খেললে দল জিতে- এমনটাও বিশ্বাস করতে চান না। তিনি বলেন, ‘আমি ভালো খেললে জয়ের সম্ভাবনা বাড়বে- এটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না। তাহলে অন্য খেলোয়াড়রা কী? শুধু আমার পারফরম্যান্স কোনো ম্যাটার করে না।’ 
ম্যাচের দু্‌ইদিন আগে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন তিনি এমন একজনকে খুঁজছেন যে কিনা ব্যাটিংয়ের পাশাপাশি ১৩ থেকে ১৫ ওভার বলও করে দিতে পারেন দলের জন্য। যদি এমন কাউকে না পাওয়া যায় তাহলে অধিনায়ক মুমিনুলকেই বল হাতে তুলে নিতে হবে। টাইগার অধিনায়কও প্রস্তুত এই চ্যালেঞ্জ নিতে। গতকাল ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও নিজেকে ঝালিয়ে নিয়েছেন। তিনি বলেন, হ্যাঁ করছি ইনশাআল্লাহ্‌ (বোলিং করা)। আজকে অনেকক্ষণ বল করলাম। আমি চেষ্টা করছি। নিজেকে তৈরি করছি, যেহেতু কোচ বলেছেন, অবশ্যই করতে হবে।’ এছাড়াও দলের জন্য ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) যেন আতঙ্কের নাম।  বোলাররা আউট হলেও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দেখা যায় প্রায় ভুল। তবে এ বিষয়টি রপ্ত করতে কোনো কাজ করা হয়েছে কিনা সেই প্রশ্নে হেসে উঠে টাইগার অধিনায়ক। হঠাৎ দুষ্টামির ছলে বলতে শুরু করেন, ‘ফাজলামো করে যদি বলি- আমায় রোবট হতে হবে, এছাড়া কোনো অপশন নেই।’ তবে পরক্ষণেই গুরুত্বটা বুঝিয়ে দেন। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় বোলার আর কিপারের ভিউটা সবচেয়ে ভালো থাকে। ওরা যদি ভালো ফিডব্যাক দেয়। আমি হয়তো মিড অফে থাকি। কিপার আর বোলার ভালো ফিডব্যাক দিলে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। আমি আগেও অনেক রিভিউয়ে সফল হয়েছি। আমার মনে হয় মাঝেমধ্যে এগুলোতেও আপনাদের দৃষ্টি দেওয়া উচিত। মাঝেমধ্যে হয়তো হয় না। শুধু আমি না, বিশ্বের সব অধিনায়কই এটার সম্মুখীন হয়। এজন্য আমার কিছু সাপোর্টও দরকার।’ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের এক সপ্তাহ আগে থেকেই এখানকার আবহাওয়াতে বৃষ্টির পূর্বাভাস। তবে ম্যাচের আগে যেটির উপর হাত নেই তা নিয়ে ভাবতে চান না মুমিনুল। তিনি বলেন, ‘আবহাওয়ার ব্যাপারটা তো পুরো আল্লাহ্‌র হাতে। আমি তো এটা চিন্তা করতে পারবো না। এখন তো শীতকালও না। আমার মনে হয় থেমে থেমে বৃষ্টি হতে পারে। হয়তো ৫-১০ মিনিটের জন্য হবে। এটা নিয়ে চিন্তা করতে পারবো না।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status