ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

আরব বিশ্বে ছেলেদের ফাইনাল ম্যাচে প্রথম নারী রেফারি

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২২, রবিবার
mzamin

ইতিহাস গড়লেন বুশরা কারবুবি। আরব বিশ্বের প্রথম নারী রেফারি হিসেবে ছেলেদের ফুটবলে কোনো ফাইনাল ম্যাচ পরিচালনা করলেন তিনি। গতকাল মরোক্কান থোর্ন কাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে বাঁশি বাজান বুশরা। ম্যাচে তার সহকারীও ছিলেন একজন নারী- ফাতিমা জারমুমি। 
মরোক্কান ফুটবল ফেডারেশন শুক্রবারই নিশ্চিত করেছিল বিষয়টি। তারা জানায়, আরব দুনিয়ায় ছেলেদের ফাইনাল ম্যাচে বুশরাই প্রথম নারী রেফারি। অবশ্য গত ফেব্রুয়ারিতে আফিকান নেশনস কাপের (আফকন) ফাইনালে ভিডিও রেফারির দায়িত্বে ছিলেন বুশরা। পেশায় তিনি একজন পুলিশ অফিসার। ৩৪ বছর বয়সী বুশরা আন্তর্জাতিক রেফারি হন ২০১৬তে। মরক্কোর শীর্ষ লীগে তিনিই প্রথম নারী রেফারি।
ইউরোপে ছেলেদের বড় ম্যাচে প্রথম নারী হিসেবে দায়িত্ব পালন করেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট। দুই বছর আগে উয়েফা চ্যাম্পিয়নস লীগের একটি ম্যাচ পরিচালনায় ছিলেন তিনি।

বিজ্ঞাপন
গত বছর প্রথম নারী রেফারি হিসেবে ছেলেদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও বাঁশি বাজান ফ্রাপার্ট। নব্বইয়ের দশকে ইংলিশ ক্লাব ফুটবলে প্রথম নারী হিসেবে সহকারী রেফারি হন ওয়েন্ডি টমস। এরপর ২০১০-এ লীগ কাপের ম্যাচ পরিচালনা করেন অ্যামি ফেয়ার্ন। 
গত আগস্টে বাংলাদেশ প্রিমিয়ার লীগে আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধার ক্লাবের ম্যাচে সহকারী রেফারি হিসেবে দেখা যায় সালমা আক্তারকে। দেশের ফুটবলের শীর্ষ পর্যায়ে সালমাই প্রথম নারী রেফারি। ২০২০ সালে ফিফার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী রেফারি হন সালমা। উল্লেখ্য ফিফা থেকে স্বীকৃতি পাওয়া প্রথম বাংলাদেশি নারী রেফারি জয়া চাকমা।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status