ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

কোয়ালিটি ব্যাটিং বনাম কোয়ালিটি বোলার

বাটলারের হুঁশিয়ারি, হেইডেনের জবাব

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২২, শনিবার
mzamin

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে রান সংগ্রহে শীর্ষ পাঁচে আছেন ইংল্যান্ডের জস বাটলার ও অ্যালেক্স হেলস। অন্যদিকে, বল হাতে দাপট দেখিয়েছেন পাকিস্তানের বোলাররা। ফাইনালের লড়াইটা কি তবে ইংল্যান্ডের ব্যাটার বনাম পাকিস্তানের বোলারদের? পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেনও তাই মনে করছেন। তিনি বলেন, ‘ভালো মানের ব্যাটারদের বিরুদ্ধে ভালো মানের বোলার। ফাইনালের ব্যাপারটা তাই নয় কি?’
ইংলিশ অধিনায়ক জস বাটলার নিজেদের ‘খুবই বিপজ্জনক’ দল দাবী করছেন। বাটলার বলেন, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় রয়েছে। যখন তারা পারফর্ম করে আমাদের হারানো কঠিন হয়ে যায়। আমরা খুবই বিপজ্জনক একটা দল। যাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।’
সুপার টুয়েলভ থেকে সেমিফাইনাল পর্যন্ত সবচেয়ে বেশি রান ভারতের বিরাট কোহলির। ৬ ম্যাচে ৯৮.৬৬ গড় ও ১৩৬.৪০ স্ট্রাইকরেটে ২৯৬ রান করেছেন কোহলি।

বিজ্ঞাপন
হাফসেঞ্চুরি রয়েছে চারটি। সমান ম্যাচে ১৮৯.৬৮ স্ট্রাইকরেটে ২৩৯ রান করে দ্বিতীয় স্থানে আরেক ভারতীয় সূর্যকুমার যাদব। ফিফটি তিনটি। ৫ ম্যাচে ৫২.৭৫ গড় ও ১৪৮.৫৯ স্ট্রাইকরেটে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস করেছেন ২১১ রান। দুটি হাফসেঞ্চুরি তার। হেলসের সমান ম্যাচে জস বাটলারের সংগ্রহ ১৯৯ রান। বৃষ্টির কারণে একটি ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি তাদের। নয়তো হেলস-বাটলারের নামের পাশে আরও কিছু রান যোগ হতে পারতো।
অন্যদিকে, সুপার টুয়েলভ থেকে সেমিফাইনাল পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট শিকার দক্ষিণ আফ্রিকার এনরিক নরকিয়ার। ৫ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের স্যাম কারেন, পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খান এবং ভারতের আর্শদীপ সিং ১০টি করে উইকেট নিয়েছেন। পাকিস্তানের আরেক পেসার মোহাম্মদ ওয়াসিমের শিকার ৭ উইকেট। হারিস রউফ নিয়েছেন ৬টি। পাকিস্তানের বোলারদের মতো সাফল্য পায়নি আর কোনো দলের খেলোয়াড়রা।
হেইডেন বলেন, ‘আমাদের চারজন পেসার রয়েছে, যারা ইমপ্যাক্ট রাখতে সক্ষম এবং ২০ ওভারের মধ্যে কার্যকরী ধস নামাতে পারে। আমার মনে হয়, এই জিনিসটা গত রাতে (বৃহস্পতিবার) ভারত মিস করেছে। স্পিন বোলিংয়েও একজন লেগস্পিনার, ষষ্ঠ বোলারের ঘাটতি ছিল ওদের। পাকিস্তানের ছয়টি জেনুইন অপশন আছে। প্রয়োজন হলে সপ্তম বোলার ইফতিকেও (ইফতিখার আহমেদ) কাজে লাগানো যেতে পারে।’
সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডের ব্যাটিং শক্তি দেখেছেন পাকিস্তানের বোলাররা। 
তবে হেইডেন মনে করেন, বিগ ম্যাচে চাপ সামলানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, ‘কারা চাপ নিয়ন্ত্রণ করে খেলতে পারলো সেটাই মুখ্য। আবেগ সংবরণ করে নিজেদের খেলা খেলে যাওয়া গুরুত্বপূর্ণ।
কীভাবে শুরু করলো আর কীভাবে শেষ করলো সেটাও বিবেচ্য। বড় ম্যাচে এসবই ম্যাটার করে। এসব কারণেই প্রায় সময় দেখা যায় সেমিফাইনাল ও ফাইনালে কোনো একটি দল পুরোপুরি আত্মসমর্পণ করে। আমার মনে হয়, পাকিস্তান দল গত কয়েক সপ্তাহ ধরে এ কাজগুলো ভালোভাবেই করে এসেছে। এখন একটা বড় ম্যাচের সামনে আমরা। সমালোচনা মেনে নিয়ে সাফল্য ও ব্যর্থতা উভয়ই উপভোগ করেছি। আমার মনে হয়, আমরা খেলতে প্রস্তুত।’

 

 

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status