বাংলারজমিন
৫ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অষ্টগ্রামের জেলেপাড়া
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৫ মে ২০২২, রবিবারকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া গ্রামের শত বছরের জেলেপাড়ার বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছে অষ্টগ্রাম পল্লী বিদ্যুৎ অফিস। জানা যায়, গত মঙ্গলবার থেকে বর্তমান সময় পর্যন্ত ইকুরদিয়া জেলেপাড়ায় কোনো বিদ্যুৎ নেই। কেন বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে সে বিষয়ে জানতে গেলে জেলেপাড়ার পল্লী চিকিৎসক প্রদীপ দাস বলেন, এ বিষয়ে পূর্বে তাদের কোনো ধরনের অবগত করা হয়নি। পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন এসে হঠাৎ করে বিদ্যুতের লাইন কেটে চলে যায়। ইকুরদিয়ার জেলেপাড়ায় আনুমানিক ৩ হাজার লোকের বসবাস। গত ৫ দিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মো. আলামিন সরকার মানবজমিনকে জানান, পল্লী বিদ্যুতের খুঁটির চারপাশের মাটি সরিয়ে নেয়ায় যেকোনো মুহূর্তে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে এখনো বলা যাচ্ছে না কবে নাগাদ সংযোগটি দেয়া যাবে