বিনোদন
গৌতম ঘোষের ‘কলকাতায় বঙ্গবন্ধু’
স্টাফ রিপোর্টার
১৫ মে ২০২২, রবিবার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী নিয়ে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্যচিত্র তৈরি করছেন ভারতের বিখ্যাত নির্মাতা গৌতম ঘোষ। নির্মাতা জানান, আগামী জুন মাসের মধ্যে তথ্যচিত্রটি তৈরির কাজ শেষ হবে। এই প্রামাণ্যচিত্রে কলকাতায় বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোকপাত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশ-ভারত চ্যাপ্টারের সহায়তায় এটি নির্মাণ হচ্ছে। ঢাকা ও টুঙ্গিপাড়ায় শুটিংয়ের কাজে গৌতম ঘোষ বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। কলকাতার বেকার হোস্টেল, তৎকালীন ইসলামিয়া কলেজ (বর্তমানে মওলানা আজাদ কলেজ), হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বাড়িসহ বিভিন্ন এলাকায় এর শুটিং হয়েছে।