ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

বিশ ওভারের প্রথম ‘চার হাজারি’ কোহলি

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২২, শুক্রবার
mzamin

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থবার ফিফটি হাঁকালেন বিরাট কোহলি। আর প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে চার হাজার রান পূর্ণ করলেন তিনি। গতকাল অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে কাঁটায় কাঁটায় ৫০ রান করেন কোহলি। ইনিংসের পথে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এ ভারতীয় ব্যাটার।  মাইলফলকের ৪২ রান দূরে থেকে এই ম্যাচ শুরু করেন ভারতীয় গ্রেট। লোকেশ রাহুলের বিদায়ে উইকেটে যান তিনি দ্বিতীয় ওভারেই। পঞ্চদশ ওভারে ইংলিশ স্পিনার লিয়াম লিভিংস্টোনকে বাউন্ডারি মেরে স্পর্শ করেন ৪ হাজারের ল্যান্ডমার্ক। পরে তিনি আউট হন ৪০ বলে ৫০ রান করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার সংগ্রহ দাঁড়ালো ১০৭ ইনিংসে ৪০০৮ রানে। গড় ৫২.৭৩।

বিজ্ঞাপন
১৪০ ইনিংসে ৩৮৫৩ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই সংস্করণে ৩ হাজার রানেও কোহলি ছিলেন প্রথম। সীমিত ওভারের আইসিসি টুর্নামেন্টে এটি ছিল কোহলির অষ্টম সেমিফাইনাল। এর পাঁচটিতে ফিফটির কৃতিত্ব দেখালেন কোহলি। আগের চার ফিফটিতে ছিলেন অপরাজিত। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ৬৪ বলে অপরাজিত ৫৮, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৪ বলে অপরাজিত ৭২। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ৪৭ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস। এরপর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার পথে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত থাকেন ৭৮ বলে ৯৬ রান করে। সেমিফাইনালে তিনি ব্যর্থ কেবল ২০১১ ওয়ানডে বিশ্বকাপে (৯ রান), ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে (১ রান) ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে (১ রান) কোহলির রেকর্ড রয়েছে আরও। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ চার পূর্ণ করলেন বিরাট কোহলি। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসে চারটি চার হাঁকান এ ভারতীয় ব্যাটার। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত ১০০ চার মারতে পেরেছেন মাত্রই তিনজন ব্যাটসম্যান। এ তালিকায় রয়েছেন দুই সাবেক লঙ্কান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে (১১১) ও তিলকরত্নে দিলশান (১০১)।

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status