বাংলারজমিন
বেতাগীতে হঠাৎ পেট্রোল অকটেনের সংকট
বেতাগী (বরগুনা) সংবাদদাতা
১৫ মে ২০২২, রবিবার
বরগুনার বেতাগী উপজেলার প্রায় প্রতিটি পেট্রোল-অকটেন বিক্রির দোকানে জ্বালানি সংকট দেখা দিয়েছে। পেট্রোল ও অকটেন সংকটের কারণে জ্বালানি না পেয়ে ফিরে যেতে হচ্ছে যানবাহন চালকদের। ঈদের পর থেকে এ অবস্থা বলে জানায় তেল বিক্রয়কারীরা। অন্যদিকে বেতাগী উপজেলায় কোনো পেট্রোল পাম্প না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। তবে কবে নাগাদ এ সমস্যা সমাধান হবে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। গতকাল সকালে উপজেলার পৌর বাস স্ট্যান্ড, বিবিচিনি বাস স্ট্যান্ড, চান্দখালী বাস স্ট্যান্ড, কাউনিয়া বাস স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সব জায়গায় সরজমিন ঘুরে দেখা গেছে একই অবস্থা। তেল না পেয়ে অনেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। জানা গেছে একই অবস্থা জেলার বাইরে উপজেলারগুলোতেও। জানা যায়, বেতাগী উপজেলায় আন্তঃ যাতায়াতের অন্যতম মাধ্যম ভাড়ায় চালিত মোটরসাইকেল ও মাহিন্দ্রা। উপজেলায় প্রায় ২ হাজারেরও বেশি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রয়েছে
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন জানান, পেট্রোল অকটেন সংকটের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। কী কারণে উপজেলায় তেল সরবরাহ কমে গেছে তা জানা নেই। তবে এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সংকট নিরসন করা হবে।