ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

ভারত-ইংল্যান্ড লড়াইয়ে স্মরণে বাংলাদেশও!

১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
mzamin

আবারো অ্যাডিলেডের আকাশে মেঘ। গতকাল সারা দিন ঝরেছে মুষলধারে বৃষ্টিও। শঙ্কা আছে আজ ম্যাচের দিনও আকাশ থাকবে গোমরা মুখে। হতে পারে ভারী বর্ষণও। এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। তবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে না থেকেও যেন আছে বাংলাদেশ। টাইগাররা সুপার টুয়েলভ থেকে বিদায় নিলেও অ্যাডিলেড ওভালের ময়দানে আছে ইংলিশদের স্মরণে। ২০১৫ টাইগারদের কাছে হেরে শেষ হয়ে গিয়েছিল সেবারের ইংলিশদের ওয়ানডে বিশ্বকাপ। এরপর আর আর এই  খেলা হয়নি তাদের। তবে গতকাল এখানে ফিরেই তাদের মনে ফিরে আসে টাইগারদের বিপক্ষে সেই হারের স্মৃতি।

বিজ্ঞাপন
গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক জস বাটলারও জানালেন তাদের সেই বিভীষিকার হার নিয়ে কথা হয়েছে। তিনি জানান একটু আগেই ড্রেসিং রুমে তাদের এটি নিয়ে আলাপ হয়েছে। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমরা ড্রেসিং রুমে এটা (বাংলাদেশের বিপক্ষে সেই হার) নিয়েই কথা বলছিলাম। আমরা কয়েকজন ছিলাম সেই ম্যাচে। কোনো মাঠে গেলে কিছু মুহূর্ত বা স্মৃতি তো মনে পড়েই। সবসময় তা সুখস্মৃতি হয় না দুর্ভাগ্যজনকভাবে।’ 

 

 

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেডে পাওয়ার ক্রিকেটের প্রদর্শনী হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড-ভারত। অ্যাডিলেড ভারতের জন্য সাফল্যের ভেন্যু। ২০১৫ বিশ্বকাপের আসরে এই মাঠেই পাকিস্তানকে হারিয়ে যাত্রা করেছিল। সেই ম্যাচে ভারতের সেরা ব্যাটসম্যান বিরাট  কোহলি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এইবারও এই ব্যাটার  আছেন দুর্দান্ত্ত ফর্মে। টি- টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে তার ফিফটিতে ভর করেই জয় তুলে নেয় তারা। শুধু তাই নয়, আম্পায়ারিং বিতর্ক আর বৃষ্টির কল্যাণে টাইগারদের হারানো ম্যাচে ভারত পায় সেমিফাইনাল খেলার পথ। যে কারণে টিম ইন্ডিয়ার সবাই আত্মবিশ্বাসে ঠাসা। অন্যদিকে ইংলিশ স্কোয়াডে ইনজুরি হানা দিয়েছে। গ্রোয়িন ইনজুরিতে  ডেভিড মালান ও ফাস্ট বোলার মার্ক উড’র  খেলা অনিশ্চিত। উড ফাইনালের আগের দিন নেটে পেস কমিয়ে মাত্র ১২ ডেলিভারি করেই ধরেন ড্রেসিংরুমের পথ। সেইসঙ্গে মালানও নেই ভালো অবস্থানে। সবমিলিয়ে ইনফর্ম দু’জনই যদি ছিটকে যান তাহলে মালানের পরিবর্তে খেলবেন ব্যাটার ফিল্ট সল্ট আর উডের জায়গা নিবেন ক্রিস জর্ডান। এছাড়া থ্রি লায়ন্স শিবিরের  বেন স্টোকস, জস বাটলার, আদিল, মঈনরা অপেক্ষায় নিজ দলকে ফাইনালে ওঠাতে অ্যাডিলেডের মঞ্চে। দলের অনেকেই বিগব্যাশের অভিজ্ঞতায় ভরপুর। লোকাল টিম অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বেশ কিছু মৌসুম মাতানোর রেকর্ড আছে কারো কারো। ওভালের মাঠের ডাইমেনশন বুঝে সঠিক লেন্থে বোলিং আর ব্যাটিংয়ে রানের ফুলঝুরি দেখানোর ওস্তাদিতে পাকা কেউ কেউ। 

অন্যদিকে টিম ইন্ডিয়ার মনেপ্রাণে আত্মবিশ্বাস তারাই  খেলবে ফাইনাল। ভারতের সূর্য কুমার আর বিরাট কোহলিরা দারুণ ফর্মে। রোহিত শর্মা মনে করেন ইনফর্ম ব্যাটাররাই নিজেদের  সেরাটা মেলে ধরবে ইংলিশদের বিপক্ষে মাঠের লড়াইয়ে।  গেল জুলাইয়ের ভারতীয়রা ইংল্যান্ড এর মাটিতে তাদের ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে। এটাই নাকি তাদের বাড়তি আত্মবিশ্বাস। এই ম্যাচে কিপার ঋসভ পন্ড বেটার চয়েজ ভারতীয় দলে। কার্তিকের চেয়ে অনেকেই তাকে এগিয়ে রাখছেন। পরিসংখ্যানও খুব বেশি হেরফের নেই ভারত-ইংল্যান্ডের। ২২ মুখোমুখিতে ভারত ১২ বার আর ইংল্যান্ড জিতেছে ১০ বার। টিম ইন্ডিয়া অধরা ট্রফি বাগাতে বিভোর। সেই ২০০৭ এ ওরা বিশ্বকাপ জিতেছিল কেটে গেছে ১৫ বছর, শিরোপা আসে না কাছে থেকে দূরে চলে যায়। ইংল্যান্ড সবশেষ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় ২০১০ টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে। তাদেরও পেরিয়ে গেছে ১২টা বছর। ইংল্যান্ড ভারত ফাইনাল নিয়ে সাবেক ইংলিশ ক্রিকেটার ও বিবিসি রেডিওর ধারাভাষ্যকার জোনাথন অ্যাগনিও। ইংল্যান্ডের হয়ে যিনি ৩টা টেস্ট আর ৩টা ওয়ানডে খেলেছেন আশির দশকে। এই ম্যাচ ফিফটি ফিফটি। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। 

তবে দুই দলই ব্যাপক আত্মবিশ্বাসী। ইংল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়েছে। মালান আর উড খেলতে থাকলে ভালো হতো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে দুই দলের খেলোয়াড়রা বেশি, পরিস্থিতি বুঝতেও তারা স্মার্ট। ফাইনালে কে উঠবে- এই ইংলিশ ক্রিকেটার একবার বললেন ভারত পাকিস্তান তারপরও তিনি বললেন ইংল্যান্ডকেই দেখবেন ট্রফির লড়াইয়ে। ২০১৫ বিশ্বকাপের পর ঘুরে দাঁড়ানোর পথ ধরে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে ইংল্যান্ড। সেখানে হেরে যায় কার্লোস ব্র্যাথওয়েটের শেষ ওভারের বীরত্বে। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেমি-ফাইনালে খেলে। দেশের ক্রিকেটের ৪৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে ট্রফির দেখা পায় তারা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমি-ফাইনালের আগে তাদের থামানো যায়নি। ব্যর্থতার সেই আঁধার কাটিয়ে ইংলিশ ক্রিকেটে এখন যে আলো ঝলমলে সময়।  বাটলার বললেন,  তিনি বলেন, ‘ওই ম্যাচের পর থেকে সাদা বলের খেলায় ইংলিশ ক্রিকেটের মানসিকতার পরিবর্তন তো পরিষ্কার। বিশেষ করে, আমরা এখন যেভাবে খেলি। নতুন ঘরানায় খেলেই আমরা ভালো ফল পেয়েছি।’

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status