ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

বড় মঞ্চেই রানে ফিরলেন বাবর-রিজওয়ান

স্পোর্টস রিপোর্টার
১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
mzamin

ফেরার জন্য ‘আদর্শ’ মঞ্চকেই বেছে নিয়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সিডনিতে গতকাল টি-  টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড আগে ব্যাট করে ৪ উইকেটে ১৫২ রান তোলার পর পাকিস্তান এই জুটির দিকেই তাকিয়ে ছিল। কারণ, ওপেনিং জুটিতে রান না উঠলে পাকিস্তানের মিডল অর্ডার চাপে পড়তে পারে। আর চাপে মিডল অর্ডারের ভেঙে পড়ার নজিরও আছে। রিজওয়ান এবং বাবরেরও তা অজানা নয়। আর তাই ১২.৪ ওভারে ১০৫ রানের জুটিতে পাকিস্তানের ফাইনালে ওঠার ভিত গড়েছেন দু’জন। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৭ উইকেটের জয়ে এই ওপেনিং জুটিরই বড় ভূমিকা। ট্রেন্ট বোল্টের করা ১৩তম ওভারে বাবর আউট হওয়ার আগে ৪২ বলে করেছেন ৫৩ রান। অবশ্য এজন্য তিনি ধন্যবাদ দিতে পারেন কিউই উইকেটকিপার ডেভন কনওয়েকে। পাকিস্তান অধিনায়ক কোনো রান করার আগেই তাঁর ক্যাচ ফেলেছেন কনওয়ে।

বিজ্ঞাপন
ওই ক্যাচটা হয়ে গেলে শুধু বাবরের গল্প কেন, ম্যাচের গল্পটাও তো বদলে যেতে পারতো। 

১২৬.১৯ স্ট্রাইক রেটের এই ইনিংস দিয়ে বাবর নিজেও রানে ফিরলেন। সুপার টুয়েলভে আগের পাঁচ ম্যাচে তাঁর স্কোর যে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছে শুধু একবারই (০, ৪, ৪, ৬ ও ২৫)। ফাইনালের আগে গতকালের ইনিংসটি বাবরের জন্য নিশ্চিতভাবেই স্বস্তিদায়ক। রিজওয়ান আউট হয়েছেন ১৭তম ওভারে, যখন জয় থেকে ১৮ বলে ২১ রানের দূরত্বে ছিল পাকিস্তান। রানতাড়ায় দু’জনের জুটি দেখে কখনোই মনে হয়নি, বিপদে পড়তে পারে পাকিস্তান। মোহাম্মদ হারিস-শান মাসুদরা পরে তেমন ব্যাটিং ধরে রেখেই দুর্দান্ত জয়টা তুলে নেন। গতকালও শতরানের জুটি দিয়ে টি- টোয়েন্টি বিশ্বকাপে দারুণ একটি রেকর্ড গড়েছেন বাবর-রিজওয়ান। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জুটি হিসেবে তিনটি শতরানের পার্টনারশিপ গড়েন তারা। গত টি- টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও নামিবিয়ার বিপক্ষে শতরানের জুটি আছে তাঁদের। ভারতের বিপক্ষে তাঁদের ১৫২ রানের জুটিটি ছিল ছেলেদের টি- টোয়েন্টিতে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি। শুধু তাই নয়, আন্তর্জাতিক টি- টোয়েন্টিতে বাবর-রিজওয়ানের এটি ছিল নবমবারের মতো শতরানের জুটি। আন্তর্জাতিক টি- টোয়েন্টির ইতিহাসে আর কোনো জুটি এতবার শতরান তুলতে পারেননি। গতকাল দু’জন ১২.৪ ওভারে শতরান তোলার পরই বোঝা যাচ্ছিল, মেলবোর্নের ফাইনাল খেলবে পাকিস্তানই।  টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ান শতরানের জুটি গড়ার পর আগে কখনো হারেনি পাকিস্তান।

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status