ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

উৎসবের অপেক্ষায় বাটলার

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
mzamin

টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবার মুখোমুখি ভারত-ইংল্যান্ড। মহারণের সাক্ষী হতে মুখিয়ে রয়েছেন জস বাটলার। ইংলিশ অধিনায়ক বলেন, ‘আমরা সকলেই ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত। আমার মতে, বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়ামে (অ্যাডিলেড) মেধাবী সব ক্রিকেটারের মুখোমুখি হতে চলেছি আমরা। উৎসবমুখর পরিবেশ হতে চলেছে। একজন ক্রিকেটার এমনটিই চায়।’ সেমিফাইনালের আগে চোটে পড়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান ও মার্ক উড। শ্রীলঙ্কার বিপক্ষে কুঁচকিতে চোট পান মালান। আর সেমিফাইনালের আগে অনুশীলনে মাংস পেশীতে টান পড়ে উডের। শঙ্কা জেগেছে গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে ছাড়াই সেমির লড়াইয়ে ভারতের মুখোমুখি হতে পারে ইংল্যান্ড। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও মালান এবং উডের ইনজুরি নিয়ে ইতিবাচক কিছু বলেননি ইংলিশ অধিনায়ক জস বাটলার।

বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা যতটা সম্ভব সময় তাদের দেবো। ডেভিড (আগের ম্যাচে) চোট নিয়ে মাঠ ছেড়েছিল। উডির (মার্ক উড) চোট কিছুটা গুরুতর। আমরা মেডিকেল টিমের ওপর ভরসা করছি। তাদের (ফিট হতে) যত সময় প্রয়োজন আমরা দেবো।’ মার্ক উডের ছিটকে যাওয়া ভোগাতে পারে ইংল্যান্ডকে। দুর্ধর্ষ গতিতে ইতোমধ্যেই বিশ্বকাপে ৯ উইকেট তুলে নেয়া এই পেসার হতে পারতেন ভারতীয়দের ভয়ের কারণ। আইসিসির প্রতিবেদনে বলা হয়, ডেভিড মালান সেমিফাইনাল মিস করলে একাদশে সুযোগ হতে পারে ফিল সল্টের। বিশ্বকাপে এখন পর্যন্ত ম্যাচ খেলা হয়নি এই ক্রিকেটারের। একজন অতিরিক্ত বোলারও নিতে পারে ইংল্যান্ড। সেক্ষেত্রে ক্রিস জর্ডান কিংবা ডেভিড উইলি হতে পারে ইংলিশদের পছন্দ। বিশ্বকাপ স্কোয়াডের ১৫ ক্রিকেটারের ওপরই সমান ভরসা বাটলারের। ইংলিশ অধিনায়কের বিশ্বাস,  নিয়মিত একাদশের বাইরের ক্রিকেটারও পারফরম্যান্স দেখাতে পারবে। বাটলার বলেন, ‘আমরা তাদের (মালান-উড) সময় দেবো (সুস্থ হতে)... মাঠে নামার জন্য আমাদের ১৫ জন খেলোয়াড় রয়েছে। আমাদের দলে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে অনেকের ম্যাচ খেলার সুযোগ হয়নি। আর তারা সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ছাপ রাখতে মুখিয়ে রয়েছে। স্কোয়াডের সকল খেলোয়াড়ের ওপর আমার ভরসা রয়েছে।’ সুপার টুয়েলভে ভারত এবং ইংল্যান্ডের হার একটি করে। ভারতীয়রা চার ম্যাচে জয় পেলেও ইংলিশদের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অর্থাৎ, গ্রুপপর্বে তিন জয়ে সেমিফাইনালের টিকিট পায় ইংল্যান্ড। তাই আত্মবিশ্বাসে কোনো দলেরই কমতি থাকার কথা নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত। দুইয়ে ইংল্যান্ড। হেড টু হেড পরিসংখ্যানে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ২২ দেখায় ১২ ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। ১০ ম্যাচে জয় ইংল্যান্ডের। নিরপেক্ষ ভেন্যুতে ২ ম্যাচের দুটিই ইংলিশদের হারিয়েছে ভারত। তাছাড়া টি-টোয়েন্টিতে দুই দলের সবশেষ ৫ দেখায় ৪ বারই জয় পেয়েছে ভারত।

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status