ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

যে কারণে বাবরের ওপর চটলেন আকরাম

স্পোর্টস ডেস্ক
৯ নভেম্বর ২০২২, বুধবার
mzamin

অনেকটা কপাল জোরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা পাকিস্তান নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশকে হারানোর পর ড্রেসিংরুমে ফিরে সতীর্থদের কিছু কথা বলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।  তার বক্তব্যের ভিডিও টুইট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ ঘটনায় চটেছেন ওয়াসিম আকরাম। সাবেক এই পেস কিংবদন্তি কঠোর সমালোচনা করেছেন বাবর আজমের। আজকাল সোশ্যাল সাইটে সব কিছুই পোস্ট করা হয়। ঠিক এ কারণেই বিরক্ত আকরাম বলেন, ‘আমার মনে হয় কিছু বিষয় নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। যে ভিডিও করছিল, বাবরের জায়গায় থাকলে আমি তাকে থামিয়ে দিতাম। কিছু ব্যক্তিগত বিষয় থাকে। আমি সোশ্যাল সাইটের বিরোধী নই।

বিজ্ঞাপন
ক্রিকেটাররা ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখে। সবই ঠিক আছে। কিন্তু এই বিশ্বকাপে আর কোনো দলকে ড্রেসিংরুমের ভিডিও প্রকাশ করতে দেখিনি। অনেক হয়েছে, এবার এসব বন্ধ করা উচিত। ’ আকরামের মতে, ড্রেসিংরুমে ক্রিকেটাররা অনেক কিছু করেন। আনন্দ বা হতাশার পরিবেশ যেমনই হোক, সেটা দলের অভ্যন্তরীণ বিষয়। কিছু বিষয় দলের মধ্যেই থাকা উচিত।  বাংলাদেশকে হারানোর পর এক ঘণ্টা ছয় মিনিটের দীর্ঘ ভিডিও অবাক করেছে তাকে। বিস্ময়ের সঙ্গে আকরাম বলেন, ‘তারা সব সময় রেকর্ড করে! আমি সতীর্থদের কিছু বলার সময় কেউ আমার অজান্তে ভিডিও করলে তাকে দুই দিন বিশ্রামে পাঠিয়ে দিতাম। পরিষ্কারভাবে তাকে বলে দিতাম, অন্য কোথাও গিয়ে ভিডিও করার অনুশীলন করো, এখানে নয়। ’

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status