ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

‘সেমিতে ব্যর্থ হবেন সূর্যকুমার’

স্পোর্টস ডেস্ক
৯ নভেম্বর ২০২২, বুধবার
mzamin

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন সূর্যকুমার যাদব। শুধু বিশ্বকাপ নয়, চলতি বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক ছন্দ দেখিয়ে চলেছেন ভারতীয় ব্যাটার। ইতিমধ্যেই এক ক্যালেন্ডার ইয়ারে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিধ্বংসী ব্যাটিংয়ে সাবেক-বর্তমানদের প্রশংসায় ভাসছেন সূর্যকুমার। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও ভারতের ভরসার নাম হতে পারেন এই ডান হাতি। তবে সাবেক অজি তারকা ও ইংল্যান্ডের সহকারী কোচ মাইকেল হাসির ভাষ্য, শেষ চারে বড় সংগ্রহ করতে পারবেন না সূর্যকুমার। স্পোর্টস স্টারকে দেয়া সাক্ষাৎকারে মাইক হাসি বলেন, ‘সে অসাধারণ এবং আইপিএলে বেশ কয়েক বছর ধরে ভালো করে আসছে। আর সর্বোচ্চ স্তরের (বিশ্বকাপ) ক্রিকেটে তাকে ছন্দে দেখা আনন্দের। ব্যক্তিগত ভাবে তার ব্যাটিং দেখতে পছন্দ করি আমি। তবে আমি মনে করি, বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে বড় স্কোর করতে পারবে না সে।’ তবে ঠিক কী কারণে সূর্যকুমারের নিষ্প্রভতার সম্ভাবনা আন্দাজ করেছেন, সে বিষয়ে কিছু বলেননি অস্ট্রেলিয়ার হয়ে ৭৯ টেস্ট, ১৮৫ ওডিআই ও ৩৮ টি-টোয়েন্টি খেলা মাইক হাসি।

বিজ্ঞাপন
ইংলিশ বোলারদের দুর্দান্ত ছন্দেই হয়তো সূর্যকুমারকে দমানোর ভরসা পাচ্ছেন দলটির সহকারী কোচ হাসি। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩.৪ ওভার বল করে মাত্র ১০ রানের খরচায় ৫ উইকেট নেন ইংলিশ পেসার স্যাম কারেন। দুটি করে উইকেট পান বেন স্টোকস এবং মার্ক উড। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি করে উইকেট নেন মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন। দুটি উইকেট নেন স্যাম কারেনও। চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ২ উইকেট পান এই পেসার। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নেন মার্ক উড। সুপার টুয়েলভের ম্যাচগুলো দেখলে ইংলিশ বোলারদের তাণ্ডব আঁচ করা যায়। ইংল্যান্ডের বিপক্ষে সূর্যকুমারের অতীত স্মৃতি অবশ্য খারাপ নয়। সবশেষ গত জুলাইয়ে ইংল্যান্ড সফর করেছে ভারত। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের একটিতে সেঞ্চুরি হাঁকান সূর্যকুমার যাদব। বাকি দুই ম্যাচে ১৫ ও ৩৯ রান করেন তিনি।  টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ খেলেছেন সূর্যকুমার যাদব। তার তিনটিতেই হাঁকিয়েছেন ফিফটি। পাকিস্তানের বিপক্ষে ১৫ রানে আউট হলেও নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৮ রান করেন সূর্য। বাংলাদেশের বিপক্ষে ৩০ রানে আউট হওয়া এই ব্যাটার জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন ৬১ রানের অপরাজিত ইনিংস। পাঁচ ম্যাচে ২২৫ রান। আগামী ১০ই নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। অ্যাডিলেডে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status