অনলাইন
পি কে হালদার ভারতে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৪ মে ২০২২, শনিবার, ৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৮ পূর্বাহ্ন

শত শত কোটি টাকা বিদেশে পাচারে অভিযুক্ত এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারকে (পিকে হালদার) ভারতে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ খবর দিয়েছে চ্যানেল-২৪।
এর আগে পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগীদের সন্ধানে ভারতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইনফর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুদকের অনুরোধে ভারতে এ অভিযান চালানো হয়। শুক্রবার পশ্চিমবঙ্গের অন্তত ৯টি স্থানে একযোগে অভিযান চালায় ইডি। তারা পিকে হালদার সংশ্লিষ্ট কয়েকটি অভিজাত বাড়িসহ বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছেন। বাড়িগুলো থেকে জমির দলিলসহ গুরুত্বপূর্ণ অনেক নথি উদ্ধার করা হয়েছে।
পাঠকের মতামত
The money will never come back to Bangladesh; it will remain in India.
অতি সাম্প্রতিক সময়ে ডেসটিনি নিয়ে যে রায় হয়েছে তাতে আমরা ধরে নিতে পারি পিকে হালদারের কেসে খুব বড় একটা পানিশমেন্ট হবে বলে মনে করি না। যা কিছু ঘটছে তা শুধুমাত্র আইওয়াশ।
He took money from Bangladesh to his real country, India, like OC Pradip.
শত শত কোটি টাকা বিদেশে পাচারে অভিযুক্ত ..প্রশান্ত কুমার হালদারক---৭১এ চোখের সামনে দেখেছি বেওনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেউ একজনকে মে.. ফেলছে; ঐ ভিক্টিম আক্রমনকারীর মা বোনের সাথে একই আচরণ করেছিল, যা তার ক্ষোভের কারণ। পিকে হালদারের কি এমন কিছু আছে? সে যাদের টাকা মেরেছে তারা হালদারের মা বোনের সাথে খারাপ কিছু করেছে?এখানেখুন করা আর মহাসাগর চুরি করা (টাকা মেরে দেওয়া) একাকার করেছি কারণ মেরে দেওয়া টাকার মালিক কেউ কেউ হয়তো আত্মহত্যা করেছেন বা পাগল হয়ে অপ্রত্যাশিত জিবন যাপন করছেন এই মানুষ রুপি নরপিচাশ এর কারনে!
গ্রেফতার হয়ে লাভ কি শত শত কোটি টাকা দুর্নীতি করে ১০/১২ জেল খেতে পরে জীবন অারাম অায়েশে কাটিয়ে দিবে...
নষ্ট জাতীর নষ্ট ছেলে।