ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

আম্পায়ারদের সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম-মিসবাহ

স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
mzamin

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শাদাব খানের বিপক্ষে সাকিব আল হাসানকে লেগ বিফোরে আউট দেন আম্পায়ার। আড্রিয়ান হোল্ডস্টক আঙুল তুলতে খানিকটা সময় নিলেও রিভিউ নিতে দেরি করলেন না সাকিব। তবে স্পষ্টভাবে বল ব্যাটে লাগলেও টেলিভিশন আম্পায়ার ল্যাংটন রুসেরে বহাল থাকলেন হোল্ডস্টকের সিদ্ধান্তে। আম্পায়ারদের এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই কথা বলেছেন অনেক সাবেক ক্রিকেটার। বাদ যাননি পাকিস্তানিরাও। মিসবাহ-উল হক এই ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, থার্ড আম্পায়ার এমন ভুল কেন করবে? শাদাবের ফুলার লেংথ ডেলিভারিতে খানিকটা ডাউন দ্য উইকেটে এসে ফ্লিক করতে চেয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তবে ব্যাটে-বলে টাইমিংটা ঠিকঠাক করতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটার। শাদাবের বল সাকিবের ব্যাটে লেগে আঘাত হানে বুটে। আবেদন করলেও খানিকটা সময় নিতে সাকিবকে এলবিডব্লিউ আউট দেন অন ফিল্ড আম্পায়ার হোল্ডস্টক।

তৎক্ষণাৎ রিভিউ নেন সাকিব। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বল ব্যাটে লেগেছে।

বিজ্ঞাপন
আল্ট্রা এজে দেখা মিলে সেটির প্রমাণও। তাতে খানিকটা হাসি ফুটে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মাঝে। তবে পরোক্ষণেই বদলে যায় দৃশ্যপট। টিভি রিপ্লেতে যে এজ দেখা যায় সেটা ব্যাট এবং মাটির ধরে নিয়ে অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে বহাল থাকেন ল্যাংটন। আমলে নেয়া হয়নি তিন মিটারের নিয়মও। টিভি আম্পায়ারের এমন সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিতে পারছিলেন না সাকিব। যে কারণে অসন্তোষ নিয়ে আম্পায়ারের সঙ্গে সাকিবকে কথা বলতে দেখা যায়। তবে কাজে আসেনি সাকিবের সেই আলাপচারিতা। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে শূন্য রানে সাজঘরে ফিরতে হয় বাংলাদেশের অধিনায়ককে। আম্পায়ারের এমন সিদ্ধান্ত দেখে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এটা পুরোপুরি কমন সেন্সের ব্যাপার! ভুল অনফিল্ড আম্পায়ারের হতে পারে, কিন্তু থার্ড আম্পায়ার এমন ভুল কেন করবে? আসলে এখন ক্রিকেটে এমন সব আইন আসছে যেগুলো আম্পায়ারদেরকে ডিফেন্ড করছে।

 

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status