ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

আইসিসি’র অক্টোবরের সেরা কোহলি

স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার

অক্টোবরের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বিরাট কোহলি। জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে টপকে আইসিসি’র মাসসেরা পুরস্কার জিতলেন ভারতের ব্যাটসম্যান।
অক্টোবরে ৬ ইনিংসে ব্যাটিং করেছেন কোহলি। নিজ দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ৪৯ রানের ইনিংসের পর বাকি ৫টি কোহলি খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। আসরের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে অবিশ্বাস্য জয় এনে দেন ভারতকে। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪ বলে ৬২ রানের পর বাংলাদেশের সঙ্গে খেলেন ৪৪ বলে ৬৪ রানের ইনিংস। অক্টোবরে কোহলির গড় ১৪৭.৫০ এবং স্ট্রাইক রেট ১৪৩.৯০। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ৯ নভেম্বর সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। মাসসেরার পুরস্কার পেয়ে কোহলি বলেছেন, ‘অক্টোবরে আইসিসির ছেলেদের মাসসেরার পুরস্কার পাওয়া আমার জন্য দারুণ সম্মানের। প্যানেল ও বিশ্বজুড়ে থাকা সমর্থকদের মাধ্যমে নির্বাচিত হওয়াটা আমার জন্য বিশেষ কিছু।’ কোহলি প্রশংসা করেছেন সিকান্দার রাজা ও মিলারেরও, ‘মনোনয়ন পাওয়া বাকিদের সম্মান জানাই, তারা এ মাসে অনেক ভালো পারফর্ম করেছে। একই সঙ্গে আমার সামর্থ্যের সর্বোচ্চটা দিতে সহায়তা করার জন্য সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা।’ অক্টোবরে মেয়েদের মাসসেরা হয়েছেন পাকিস্তানের নিদা দার।

বিজ্ঞাপন
ভারতের জেমিমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মাকে টপকে এ পুরস্কার জিতেছেন পাকিস্তানি অলরাউন্ডার।

 

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status