খেলা
উয়েফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে রাশিয়ার চার ক্লাব
স্পোর্টস ডেস্ক
(৩ দিন আগে) ১৪ মে ২০২২, শনিবার, ২:০১ অপরাহ্ন

উয়েফার নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হয়েছে রাশিয়ার চার ক্লাব।
ইউক্রেনে আগ্রাসনের পর থেকে রাশিয়ার ক্রীড়াঙ্গনে একে একে নেমে আসে নিষেধাজ্ঞা। গত ফেব্রুয়ারিতে ফিফা ও উয়েফা কর্তৃক নিষিদ্ধ হয় দেশটির ফুটবল। মে মাসের শুরুতে উয়েফা জানায়, আগামী মৌসুমে কোনো টুর্নামেন্টে অনুমোদন দেয়া হবে না রাশিয়াকে। অর্থাৎ, ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লীগ, ইউরোপা লীগ বা কনফারেন্স লীগে রাশিয়ার কোনো ক্লাব অংশ নিতে পারবে না।
উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে রাশিয়ান ক্লাব জেনিত পিটার্সবার্গ, দিনামো মস্কো, এফসি সোচি ও সিএসকেএ মস্কো। এক বিবৃতিতে জেনিত পিটার্সবার্গ বলে, ‘উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে আমাদের পাশে রয়েছে দিনামো মস্কো, এফসি সোচি ও সিএসকেএ মস্কো। এই আপিল দ্রুত ও দক্ষতার সঙ্গে মূল্যায়নের অনুরোধ জানানো হচ্ছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসকে (সিএএস)।’
সিএসকে মস্কোর বিবৃতিতে বলা হয়, ‘অভিযোগটি দ্রুত এবং ভালোভাবে পর্যালোচনার অনুরোধ করছে সব ক্লাব।
এদিকে রাশিয়াকে ২০২৮ ও ২০৩২ সালের ইউরো আয়োজনের নিলাম থেকে সরাসরি নিষিদ্ধ করেছে উয়েফা। এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বলে, ‘উয়েফা নির্বাহী কমিটি ঘোষণা দিচ্ছে যে, ফুটবল ইউনিয়ন অব রাশিয়া ২০২৮ এবং ২০৩২ সালের ইউরো আয়োজনের জন্য যে আবেদন জমা দিয়েছিল, এখন আর তার কোনো কার্যকারিতা নেই। বিড রেগুলেশনের ১৬.০২ আর্টিকেল অনুসারে তারা এ আয়োজনের বিডিংয়ে অংশ নেয়ার যোগ্যতা রাখে না।’
এর আগে কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকেও রাশিয়াকে বাদ দেয়া হয়েছে। এর বিপক্ষে গত মার্চে আপিল করেছিল রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ)। তবে আপিল খারিজ করে দিয়েছিল সিএএস।