বিশ্বজমিন
নাইজেরিয়া
ধর্মাবমাননার অযুহাত তুলে স্কুল ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করলো সহপাঠীরা
মানবজমিন ডেস্ক
(৩ দিন আগে) ১৪ মে ২০২২, শনিবার, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৪ অপরাহ্ন

নাইজেরিয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অযুহাত তুলে এক স্কুল ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করলো সহপাঠীরা। তাকে স্কুল থেকে বের করে এনে পেটানো হয় এবং পাথর মারা হয়। এক পর্যায়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় সকোটো এলাকার একটি স্কুলে এই ঘটনাটি ঘটে। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে জানানো হয়, নিহত ওই শিক্ষার্থীর নাম দেবোরাহ ইয়াকুবু। তিনি ইসলামের মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ হামলাকারীদের। ওই হত্যাকাণ্ডের পর স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার আশঙ্কা করে আগেই একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন ইয়াকুবু। কিন্তু তাকে জোরপূর্বক সেখান থেকে বাইরে নিয়ে আসা হয়। এরপর তাকে হত্যা করা হয় এবং ভবনে আগুন ধরিয়ে দেয়া হয়।
ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রদেশটির গভর্নর আমিনু টামবুয়াল