শেষের পাতা
জুলাইয়ে সম্মেলন করতে চায় সিলেট মহানগর বিএনপি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৪ মে ২০২২, শনিবার
জুলাইয়ে সম্মেলন করতে চায় সিলেট মহানগর বিএনপি। সেই আঙ্গিকে দল গোছানোর কাজ চলছে। নেতারা বলছেন- জুনের মধ্যে নগরীর ২৭টি ওয়ার্ডের সম্মেলন শেষ করার তাগিদ দেয়া হয়েছে। ইতিমধ্যে যেসব ওয়ার্ডে আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে সেসব ওয়ার্ডে নেতাদের ২৫ দিনের মধ্যে সম্মেলনের আয়োজন করার নির্দেশনা দেয়া হয়েছে। রমজানের আগে শেষ হওয়া সিলেট জেলা বিএনপি’র সম্মেলন ছিল চমকে ভরা। প্রায় ১৮১৮ জন কাউন্সিলরের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন
করা হয়। জেলার সম্মেলন শেষ হওয়ার পর মহানগরের সম্মেলন নিয়ে তোড়জোর শুরু হয়েছে। এরই মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীরা সরব। কেউ কেউ ওয়ার্ড পর্যায়েও ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা জানিয়েছেন, জেলার মতো মহানগর বিএনপি’র কমিটি গঠন করা হবে কাউন্সিলের মাধ্যমে