খেলা
মুশফিকের সুইপে আপত্তি নেই ডমিঙ্গোর, তবে...
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৪ মে ২০২২, শনিবার
চট্টগ্রামে সাকিব আল হাসান ছাড়াও আলোচনার অন্যতম নাম মুশফিকুর রহীম। জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের গুঞ্জন টেস্ট সিরিজেও দারুণভাবে ছড়াচ্ছে। সেই সঙ্গে তার রিভার্স সুইং, ব্যাটিং ফর্মে না থাকা নিয়েও চলছে নানা কথোপকথন। যদিও এই সবকিছুতে কান দেয়ার পাত্র নন তিনি। নিজের মতোই ঘণ্টার পর ঘণ্টা করে যাচ্ছেন ব্যাটিং অনুশীলন। দল মাঠে আসার আগে চলে আসেন তিনি। আবার দল চলে গেলেও নেট বোলারদের নিয়ে তিনি ব্যস্ত থাকেন। গতকাল দেখা গেল তিনি দলের লেজের ব্যাটসম্যানদের শেখাচ্ছেন ব্যাটিংও। কোচের মতোই ছিল তার আচরণ। তবে প্রশ্ন দু’টি থেকেই যাচ্ছে তিনি কি ফিরবেন ফর্মে! আর তার আত্মঘাতী সুইপ শট কি ছাড়তে পারবেন এই সিরিজে! অন্যদিকে সব শেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের ব্যাটিং ধস এখনো দুঃস্বপ্নের নাম
অন্যদিকে সাকিব আল হাসান দলে খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তার পরিবর্তে একাদশ জানানোর পরিকল্পনাও করে ফেলেছেন প্রধান কোচ ডমিঙ্গো। তিনি বলেন, ‘বোলিং করতে পারে এমন কাউকে আমাদের বিবেচনা করতে হবে (সাকিব না খেললে)। আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং। ইয়াসির রাব্বি যেমন দারুণ কয়েকটি ইনিংস খেলেছে। কিন্তু আমাদের এমন কাউকে প্রয়োজন যে কিনা ১৫-২০ ওভার বোলিং করতে পারে। মুমিনুলের ১০-১৫ ওভার বোলিং করার আত্মবিশ্বাস আছে কিনা, নিশ্চিত নই। শান্তও বোলিং করছে, কিন্তু দিনে ৬-৭ ওভার করার মতো নয়।’ এছাড়াও ৬ ও ৭ নম্বরে ব্যাট করতে পারেন এমন কাউকেই একাদশে রাখার পরিকল্পনা কোচের। তার মানে তিনি চাইছেন দলে একজন অলরাউন্ডার যেন সাকিব না খেললেও তার অভাব কিছুটা হলেও পূরণ করা সম্ভব হয়। তিনি বলেন, ‘৬-৭ নম্বরে ব্যাটিং এবং ১০-১৫ ওভার বোলিং করতে পারে, এমন কাউকে আমরা বছর দুয়েক ধরেই খুঁজছি। এরকম কেউ যে দলে আছে, তারা খুব ভারসাম্যপূর্ণ প্রতিপক্ষকে অলআউট করার জন্য। আমরা এখনও এমন কাউকে খুঁজছি, সাকিব না থাকলে যে কাজটি করতে পারবে। সাকিব থাকলে কাজটা সহজ। কিন্তু সাকিবকে খুব বেশি সময় পাওয়া যায় না।’ এছাড়াও ডমিঙ্গো জানিয়েছেন, সাকিব খেলতে না পারলে একাদশের বিবেচনায় প্রবলভাবেই রাখা হবে মোসাদ্দেক হোসেনকে। প্রধান কোচ বলেন, ‘সে (মোসাদ্দেক) অবশ্যই আমাদের ভাবনায় আছে। বোলিংয়ে সে দলকে কিছু দিতে পারে। সাকিব খেলতে না পারলে মোসাদ্দেক খেলার জন্য ভালোভাবেই বিবেচনায় আছে।’