ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

ভারত

গুজরাটে ঝুলন্ত ব্রিজ ট্রাজেডি: তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

বিশেষ সংবাদদাতা

(১ বছর আগে) ২ নভেম্বর ২০২২, বুধবার, ১২:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪৫ অপরাহ্ন

mzamin

মচ্ছু নদীর ব্রিজ ভেঙে ১৪০ জন নিহত হওয়ার তদন্তে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পেলো। ঠিকাদার সংস্থা ওরভি এই ব্রিজ সংস্কারের নামে কোনও কাজই করেনি। শুধুমাত্র রং আর পালিশ করে তারা ব্রিজটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছিলো। ১৪৩ বছরের পুরোনো মচ্ছু নদীর এই ব্রিজ সংস্কারের জন্য প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছিল। বৈধ টেন্ডারও হয়। কিন্তু, ব্রিজ মেরামতিতে অনভিজ্ঞ ওরভি কোম্পানি এই দায়িত্ব পায় প্রভাব খাটিয়ে। জনশ্রুতি আছে, ওরভি কোম্পানির চেয়ারম্যান সুবাধজি রাঘবজি প্যাটেল নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বৃত্তে অবস্থান করেন। তাই, তিনি এই বরাদ্দটি পান। তিনি যে বৃত্তেই থাকুন, ওরভি গ্রুপ যে ব্রিজ সংস্কারে অভিজ্ঞ নয় তা দিনের আলোর মতো স্পষ্ট। জানা গিয়েছে, তড়িঘড়ি করে ব্রিজটি উন্মুক্ত করা হয় গুজরাতি নববর্ষ যা ছাব্বিশ অক্টোবর ছিল সেটি সামনে রেখে।

বিজ্ঞাপন
নরেন্দ্র মোদি নিজে মরবিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হবে। সাধারণ মানুষের প্রশ্ন, তদন্ত হোক, দোষীদের খুঁজে বের করা যাবে তো?                                               
 

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status