ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষাঙ্গন

বেরোবিতে স্নাতক ভর্তিতে আসনপ্রতি লড়বেন ২০ ভর্তিচ্ছু

বেরোবি প্রতিনিধি

(১ বছর আগে) ৩১ অক্টোবর ২০২২, সোমবার, ১০:৫৫ পূর্বাহ্ন

mzamin

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির জন্য ১৩৯৫টি আসনের বিপরীতে আবেদন জমা করেছেন ৩৮০৯০ জন ভর্তিচ্ছু। কিন্তু আবেদন ফি জমা দিয়েছেন ২৮২৩০ জন। ফলে প্রতি আসনে লড়বেন ২০ জন ভর্তিচ্ছু। এসব আবেদনের মধ্য থেকে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, এ বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ৭০৭টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৫১০০টি, ‘বি’ ইউনিটে ৩৬২টি আসনের বিপরীতে ৯২৮২টি ও ‘সি' ইউনিটে ৩২৬ আসনের বিপরীতে ৩৮৪৮টি আবেদন পড়েছে। আবেদনকারীদের মধ্য থেকে ১ম মেধাতালিকা ও সাক্ষাৎকারের তারিখ দ্রুতই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হয়। আর গত ১৭ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হয়। যার সময়সীমা ছিল ২৭ অক্টোবর পর্যন্ত। গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৮৫ ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।
 

বিজ্ঞাপন

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

   

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status