ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

ভারত

গুজরাটে ব্রিজ ভেঙে নিহত বেড়ে ১৩২

বিশেষ সংবাদদাতা

(১ বছর আগে) ৩১ অক্টোবর ২০২২, সোমবার, ৯:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪৯ অপরাহ্ন

mzamin

গুজরাটের মরবিতে মাত্র পাঁচদিন আগে মাচ্ছু নদীর বুকে এই কেবল ব্রিজটি খুলে দেয়া হয়েছিল জনসাধারণের জন্য। আর পাঁচদিনের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আর দুর্ঘটনাটি যখন ঘটলো তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনদিনের নির্বাচনী সফরে গুজরাটে। সঙ্গতভাবেই নিহতদের পরিবারের জন্য দুলক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণার পাশাপাশি মোদি কৈফিয়ত তলব করেছেন গুজরাট সরকারের কাছে। মাচ্ছু নদীর কেবল ব্রিজটি দেড় মিটার চওড়া ও ২৩৩ মিটার লম্বা। এই ব্রিজে রোববার ছুটির দিনে অন্তত ৪০০ জন উঠেছিল। ব্রিজটি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রাথমিকভাবে ঘটনার গুরুত্ব বোঝা যায়নি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে একটির পর একটি মৃতদেহ উদ্ধার হতে থাকে। এখনও নিখোঁজ বহু।

বিজ্ঞাপন
কিন্তু, ব্রিজটি ভাঙলো কিভাবে? অনেকেই বলছেন গুজরাট বিধানসভা নির্বাচন এসে যাওয়ায় তড়িঘড়ি এই ব্রিজ খুলে দেওয়া হয়। ব্রিজটি নাকি পুরো তৈরিই হয়নি। কোনরকমে জোড়াতালি দিয়ে ব্রিজের উদ্বোধন হয়। বিরোধী দলগুলি সরব হয়েছে এই নিয়ে। গুজরাটের বিজেপি সরকার যে এই ব্যাপারে কোণঠাসা তা বলে দেয়ার অপেক্ষা রাখে না।   
 

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status