বিনোদন
আসছে ব্যান্ড শিরোনামহীনের ‘পারফিউম’
স্টাফ রিপোর্টার
১৪ মে ২০২২, শনিবার
চলতি বছর ২৫ বছর পূর্তি হলো জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের। আর এটি উদ্যাপনে বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছেন তারা। তৈরি হয়েছে ব্যয়বহুল মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘পারফিউম’। এ গানের ভিডিওতে ব্যয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। মূলত ‘পারফিউম’ শিরোনামের অ্যালবামেই থাকছে গানটি। সম্প্রতি এসেছে গানটির এক ঝলক। যেখানে দেখা মিললো গ্রিক পুরাণের ছায়া। গ্রিক পুরাণের মেডুসা ঘটনার আদলে সাজানো হয়েছে মিউজিক ভিডিও। মেডুসা এক নারী চরিত্র, যার মাথায় চুলের বদলে ছিল জীবন্ত সাপ
বিজ্ঞাপন
শিরোনামহীনের বর্তমান লাইনআপ: জিয়াউর রহমান (গীতিকার-সুরকার-বেস-চেলো-সরোদ), কাজী আহমাদ শাফিন (ড্রাম-সরোদ-বাঁশি), দিয়াত খান (লিড), শেখ ইশতিয়াক (কণ্ঠ) ও সাইমন চৌধুরী (কিবোর্ড)।