খেলা
শিরোপার আরও কাছে ম্যান সিটি
স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২২, শুক্রবার
৩৫ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল লিভারপুল। ৩৪ ম্যাচে সমান পয়েন্ট ছিল ম্যানচেস্টার সিটিরও। মূলত লিভারপুলের চেয়ে ৩ গোলে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় স্থানে ছিল সিটিজেনরা। সবশেষ দুই ম্যাচে পয়েন্ট ব্যবধানটা বাড়ানোর সঙ্গে গোল সংখ্যায়ও অলরেডদের ছাড়িয়ে গেছে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে নিউক্যাসলকে ৫-০ গোলে হারানোর পর এবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষেও পাঁচবার লক্ষ্যভেদ করেছে সিটিজেনরা। বুধবার উলভসের মলিনেক্স স্টেডিয়ামে ৫-১ গোলের জয় পায় গার্দিওলার দল। ম্যাচে একাই চার গোল করেন কেভিন ডি ব্রুইনা। বিজয়ী দলের অন্য গোলটি করেন রাহিম স্টার্লিং।
দুই ম্যাচে ১০ গোল করে সিটির গোল সংখ্যা এখন ৯৪, লিভারপুলের ৮৯। আসরের ৩৮ ম্যাচ শেষে দুদলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানে নির্ধারিত হবে শিরোপা। ৩৬ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিটি।
ম্যাচশেষে কেভিন ডি ব্রুইনা বলেন, ‘আগামী দুই ম্যাচের ওপর সব নির্ভর করছে। গোল সংখ্যায় এগিয়ে থাকায় কিছুটা সুবিধা আমরা পাবো। লিভারপুলের জন্য এই গোল পার্থক্য মেটানো অসম্ভব নয়। তবে গোলের হিসাব তখনই আসবে যখন আমরা হারবো। আমাদের পরবর্তী ম্যাচে (ওয়েস্ট হ্যামের বিপক্ষে) নজর দিতে হবে।’
সিটির স্প্যানিয়ার্ড কোচ গার্দিওলা বলেন, ‘ছেলেরা দুর্দান্ত পারফর্ম করেছে। প্রতিপক্ষের মাঠে সত্যিই ভালো একটি ম্যাচ খেলেছি আমরা। ৩ পয়েন্ট যোগ হলো, এবার বিশ্রাম এরপর ওয়েস্ট হ্যাম।’
আগামী ১৫ই মে ওয়েস্ট হ্যামের মাঠে নিজেদের ৩৭তম ম্যাচটি খেলবে ম্যানচেস্টার সিটি।
ডি ব্রুইনার প্রশংসায় গার্দিওলা বলেন, ‘গত ২ থেকে ৩ মাস সে অসাধারণ খেলছে, বিশেষ করে প্রিমিয়ার লীগে। দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য সে। দলকে প্রচুর সহায়তা করে সে। আমি খুবই খুশি। সে সব সময়ই দলকে সাহায্য করার মানসিকতা পোষণ করে। মাঠে নিজেকে উজার করে দেয়।’
বুধবার ম্যাচের সপ্তম মিনিটেই সমর্থকদের আনন্দে ভাসান ডি ব্রুইনা। চার মিনিটের ব্যবধানে উলভসও ম্যাচে ফেরে লেন্ডার ডেনডঙ্কারের গোলে। আবারো লিড নিতে সিটি সময় নেয়নি। ১৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডি ব্রুইনা। ২৪তম মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। ৬০তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন এই বেলজিয়ান। শেষ বাঁশি বাজার ৬ মিনিট বাকি থাকতে স্কোরশিটে নাম তোলেন রাহিম স্টার্লিং।